Durga Puja Interior: পুজোর আগে ড্রয়িং রুমের 'মেক ওভার', সামান্য অদল-বদলেই নতুনত্বের ছোঁয়া
- Published by:Rukmini Mazumder
- Reported by:Trending Desk
Last Updated:
পুজোর দিনগুলিতে খাঁটি আড্ডা জমে বাড়ির বৈঠকখানা বা বসার ঘরে। তাই বসার ঘরের সাজসজ্জায় একটু বিশেষ নজর দেওয়া জরুরি। বসার ঘর বা ড্রয়িং রুমের সাজসজ্জায় একঘেয়েমি কাটাতে এবং নতুনত্ব আনতে রইল কিছু টিপস
পুজোর মরশুমে বাড়ির অন্দরসজ্জাতেও নিয়ে আসুন উৎসবের আবহ যাতে উদযাপনের মেজাজ ছড়িয়ে পড়ে বাড়ির মধ্যেও। পুজোর দিনগুলিতে খাঁটি আড্ডা জমে বাড়ির বৈঠকখানা বা বসার ঘরে। তাই বসার ঘরের সাজসজ্জায় একটু বিশেষ নজর দেওয়া জরুরি। বসার ঘর বা ড্রয়িং রুমের সাজসজ্জায় একঘেয়েমি কাটাতে এবং নতুনত্ব আনতে রইল কিছু টিপস।
advertisement
আসবাবপত্রের সাজসজ্জা:লিভিং রুম বা বসার ঘর সাজানোর জন্য আসবাবপত্রের সাজসজ্জা কিন্তু একটি গুরুত্বপূর্ণ অংশ। এক্ষেত্রে সঠিক রঙের পাশাপাশি সঠিক টেক্সচার, প্যাটার্ন এবং মেটেরিয়াল বেছে নিতে হবে। উৎসবের মরশুমে লিভিং রুমে দেওয়া যেতে পারে অভিজাত এবং ঐতিহ্যবাহী ছোঁয়া। সোভার কভার, পর্দার জন্য বেছে নিতে পারেন সিল্ক বা ভেলভেট ফেব্রিক।
advertisement
advertisement
advertisement
রঙবেরঙের কুশন:ঘরের মধ্যে রঙের ছোঁয়া আনতে রঙবেরঙের কুশন ব্যবহার করুন। সিল্ক, ভেলভেট, সুতি, লিনেন... নানা ধরনের কুশন পাওয়া যায়। তবে পুজোর মরশুমে লিভিং রুমে রাজকীয়তা এবং আভিজাত্যের ছোঁয়া আনতে কুশনের জন্য ব্যবহার করা যেতে পারে পুরনো বেনারসি শাড়ি। উজ্জ্বল এবং সূক্ষ্ম জমকালো কাজের বেনারসির কুশন অন্দরসজ্জায় আলাদা মাত্রা যোগ করবে।
advertisement