Durga Puja Travel Destination: একদম নিরিবিলি, শুধু পাখির কিচির-মিচির! একান্তে সময় কাটানোর সেরা গন্তব্য, পুজোয়ে ঘুরে আসুন
- Reported by:ANIRBAN ROY
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
যাঁরা একটু নিরিবিলিতে থাকতে চান তাঁদের জন্য এই জায়গাটি সেরা।
advertisement
advertisement
advertisement
advertisement
লুংচু দার্জিলিংয়ের চেয়ে কোনও অংশে কম নয়। এই লুংচু থেকে রিশপ, সিকিমের পাহাড়ের মনোরম দৃশ্য উপভোগ করা যায়। তারসঙ্গে কাঞ্চজঙ্ঘা তো রয়েইছে। এখান থেকে ছাঙ্গে ওয়াটার ফল দেখা যায়। অসাধারণ সেই জায়গাটি। এখানে এলে মনটা শান্ত হয়ে যাবে। প্রবল বেগে জলধারা পড়ছে পাথরের উপর। ঝরনার জলে নিচে একটি ছোট্ট হ্রদ তৈরি হয়েছে। সেখানকার জল অত্যন্ত স্বচ্ছ।
advertisement
লাভা ন্যাওড়া ভ্যালি ফরেস্ট এলাকার মধ্যে পড়ে। সেকারণে এই লুংচুং থেকেও ন্যাওড়াভ্যালি ফরেস্ট দেখতে পারেন। তার জন্য আবার লাভার ট্যাক্সিস্ট্যান্ড থেকে সাফারির গাড়ি ভাড়া করতে হবে। এবং বন দফতরের পারমিট করাতে হবে। সেসব অবশ্য গাড়ির চালকরাই করিয়ে দেন। অসম্ভব সুন্দর সেই জায়গাটি। ন্যাওড়াভ্যালি ফরেস্টের বেশ সুখ্যাতি রয়েছে। এই জঙ্গলে রেড পান্ডা দেখতে পাওয়া যায়।








