প্রস্রাবের সময় 'গ্যাস' নির্গমন হয়? গন্ধহীন, নাকি দুর্গন্ধযুক্ত? বাতকর্মই ইঙ্গিত দেয় কোন রোগ শরীরে... জানুন!
- Published by:Tias Banerjee
Last Updated:
Intestinal Gas: প্রস্রাব বা মলত্যাগের মতোই মাঝেমধ্যে গ্যাস নির্গমন কি স্বাভাবিক? যদি এটি ঘন ঘন হয় এবং তীব্র দুর্গন্ধযুক্ত হয়, তাহলে কী করবেন জেনে নিন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
যদি খাবার হজম না হয়, তাহলে অন্ত্রে ব্যাকটেরিয়া তা ভেঙে হাইড্রোজেন সালফাইডের মতো গ্যাস তৈরি করে, যা দুর্গন্ধের মূল কারণ। কোষ্ঠকাঠিন্য থাকলেও এটি হতে পারে, কারণ খাবার অন্ত্রে বেশি সময় ধরে থাকলে ব্যাকটেরিয়ার প্রতিক্রিয়া বেড়ে যায়। এছাড়া, ‘স্মল ইনটেস্টাইনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ (SIBO)’ নামক একটি অবস্থাও এই ধরনের সমস্যা তৈরি করতে পারে।
advertisement
প্রস্রাব বা মলত্যাগের মতোই মাঝেমধ্যে গ্যাস নির্গমন স্বাভাবিক। কিন্তু যদি এটি ঘন ঘন হয় এবং তীব্র দুর্গন্ধযুক্ত হয়, তাহলে সতর্ক হওয়া জরুরি। কারণ হতে পারে হজম শক্তির দুর্বলতা, অন্ত্রের ব্যাকটেরিয়ার ভারসাম্যহীনতা বা গ্যাস্ট্রোইসোফ্যাজিয়াল রিফ্লাক্স ডিজিজ (GERD) ও ক্রোন’স ডিজিজের (Crohn's Disease) মতো সমস্যা। এমনকি অতিরিক্ত গন্ধহীন গ্যাসও ইঙ্গিত দেয় যে শরীর কিছু খাবার ঠিকমতো হজম করতে পারছে না।
advertisement
advertisement
ডাক্তারদের মতে, কিছু সহজ অভ্যাস বদল আনলে গ্যাসের সমস্যা কমানো সম্ভব— - হজম শক্তি বাড়াতে প্রতিদিনের খাবারের আগে এক চামচ অ্যাপল সাইডার ভিনেগার পানিতে মিশিয়ে খেতে পারেন। - প্রচুর জল পান করুন এবং পর্যাপ্ত ইলেকট্রোলাইট নিন, এতে কোষ্ঠকাঠিন্য কমে। - আঁশযুক্ত খাবার খান, তবে সঙ্গে পর্যাপ্ত জল পান করা জরুরি।
advertisement
advertisement
advertisement