Diabetes Symptoms: কী করে বুঝবেন আপনি ডায়াবেটিসে আক্রান্ত কিনা? এই সব লক্ষণ নেই তো শরীরে? জানুন
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Diabetes Symptoms: শরীরের এই কয়েকটি লক্ষণ দেখলেই সাবধান হতে হবে! না হলেই ঘটতে পারে সর্বনাশ! জানুন
ডায়াবেটিস রোগের সাধারণ কিছু লক্ষণ বা উপসর্গ রয়েছে, যা খুব সহজেই চিহ্নিত করা যায়। সময় মতো এই রোগের উপসর্গ চিহ্নিত করে ডাক্তারের পরামর্শ নিয়ে জীবনযাপন করলে দীর্ঘ স্বাভাবিক জীবন পাওয়া সম্ভব এবং এই রোগের মারাত্মক ও ক্ষতিকারক প্রভাব থেকে বাঁচা যেতে পারে। ডায়াবেটিস রোগের প্রাথমিক উপসর্গগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হল। photo source collected
advertisement
ঘন ঘন প্রস্রাব হওয়া: ডায়াবেটিস রোগের সব থেকে প্রাথমিক এবং অন্যতম প্রধান উপসর্গ হল, ঘন ঘন প্রস্রাবের বেগ আসা। আসলে রক্তে যখন গ্লুকোজের মাত্রা বেড়ে যায়, শরীর তখন তাকে বাইরে বের করা চেষ্টা করে। এই কারণে বারবার প্রস্রাবের বেগ আসে। প্রস্রাবের মাধ্যমে আমাদের শরীর অতিরিক্ত গ্লুকোজকে বর্জন করে। এক জন সাধারণ সুস্থ স্বাভাবিক মানুষ দিনে ৬-৭ বার প্রস্রাব করে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে ৪ থেকে ১০ বারও স্বাভাবিক হতে পারে, কিন্তু এর থেকে বেশি হয়ে গেলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। photo source collected
advertisement
advertisement
advertisement
অস্বাভাবিক ভাবে ওজন কমে যাওয়া: নিয়মিত ডায়েটে বিশেষ কোনও পরিবর্তন বা ব্যায়াম-শরীরচর্চা ছাড়াই আচমকা ওজন কমতে শুরু করলে বুঝে নিতে হবে যে, ডায়াবেটিস রোগের সম্ভাবনা রয়েছে। এই রোগে আক্রান্ত ব্যক্তির শরীরের কোষগুলিতে গ্লুকোজ পৌঁছতে পারে না এবং প্রয়োজনীয় শক্তি উৎপন্ন করতে ব্যর্থ হয়। যা আমাদের শরীরকে দুর্বল করে দেয়। শক্তির এই ঘাটতি পূরণের জন্য শরীরের অতিরিক্ত ফ্যাট ব্যবহার করে, যার কারণে রোগীর ওজন ধীরে ধীরে কম হতে শুরু করে। photo source collected
advertisement
দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া: ডায়াবেটিসের আর একটি মূল উপসর্গ হল, এই রোগে আক্রান্ত ব্যক্তির চোখের দৃষ্টি ধীরে ধীরে ঝাপসা হতে থাকে। বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিস রোগে আক্রান্তদের মধ্যে ১৬% রেটিনোপ্যাথির শিকার হন এবং ৫% রোগীর অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বারবার প্রস্রাব হওয়ার কারণে শরীরে জলের মাত্রা কমে যায়, যার প্রভাবে চোখ ফুলে যেতে শুরু করে। চোখ ফুলে যাওয়ার পর দৃষ্টিশক্তি অস্পষ্ট হতে শুরু করে। হঠাৎ করে চোখে ঝাপসা দেখলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। photo source collected
advertisement
পরিশ্রান্ত বা ক্লান্তি বোধ আসা: আগের রুটিনেই পর্যাপ্ত সময় ঘুমোনোর পরেও যদি শরীরে ক্লান্তি এবং অবসাদ ভাব থেকে যায়, তবে তাকে ডায়াবেটিসের লক্ষন হিসেবে ধরা হয়। এক দিকে, শরীরের কোষগুলি পর্যাপ্ত গ্লুকোজের অভাবে প্রয়োজনীয় শক্তি উৎপন্ন করতে পারে না এবং অন্য দিকে ঘন ঘন প্রস্রাবের কারণে শরীরের জলের মাত্রা কমে। এই দুই কারণেই শরীরে ক্লান্তি এবং পরিশ্রান্ত ভাব চলে আসে। photo source collected
advertisement
ত্বকের উপর প্রভাব: ডায়াবেটিসের কারণে আমাদের ত্বকের উপরের অংশে কালচে ভাব আসতে পারে। শরীরের বিভিন্ন অংশে এই সমস্যা দেখা যায়। অন্য দিকে, ডায়াবেটিসের কারণে শরীরে জল কমে যাওয়ায় ত্বকের উপরেও এর প্রভাব পড়ে। রোগীর ত্বকের উপরিভাগ রুক্ষ এবং শুষ্ক হয়ে যায়, যার জেরে ত্বকের উপর সংক্রমণ দেখা যায়। ফলে ত্বকে জ্বালা করে এবং চুলকানিও শুরু হয়। এ ছাড়া, আক্রান্তদের শরীরে ইস্ট-ইনফেকশনও দেখা যায়। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এটি খুবই স্বাভাবিক একটি সমস্যা। photo source collected
advertisement