Diabetes Control Tips: আপনার পায়ে এই লক্ষণগুলো নেই তো? থাকলে কিন্তু সতর্ক হন! আপনার Sugar Level বাড়ছে
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Diabetes Control Tips: ডায়াবেটিসের সমস্যা আজকাল ঘরে ঘরে। কিছু প্রাথমিক লক্ষণ জানান দেয় ডায়াবেটিসের। এগুলি ছাড়াও, ডায়াবেটিসের কিছু লক্ষণ ফুটে ওঠে পায়ে। আসুন সেই লক্ষণগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক -
advertisement
advertisement
advertisement
ঘন ঘন প্রস্রাব ও তেষ্টা পাওয়া, ক্লান্তি, দুর্বলতা, মাথা ঘোরা, ক্ষত না সারা, ওজন কমে যাওয়া, ইমিউনিটি কমে যাওয়া, চামড়া শুষ্ক হয়ে যাওয়া, দৃষ্টিশক্তি ঝাপসা হওয়া যাওয়ার মতো কিছু প্রাথমিক লক্ষণ জানান দেয় ডায়াবেটিসের। এগুলি ছাড়াও, ডায়াবেটিসের কিছু লক্ষণ ফুটে ওঠে পায়ে। আসুন সেই লক্ষণগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক -
advertisement
পায়ে ডায়াবেটিসের লক্ষণ ১) পায়ে ব্যথা, জ্বালা, ঝিনঝিন করা, পা লাল হওয়া এবং অসাড় হয়ে যাওয়া। ২) পায়ের ঘা এবং ক্ষত না শোকানো। ঠিকমতো রক্ত প্রবাহ না হওয়ার কারণে এমন সমস্যা হয়। রক্তনালীগুলি সরু ও শক্ত হয়ে যায় এবং রক্ত সাধারণত যে ভাবে প্রবাহিত হয়, ডায়াবেটিসে আক্রান্ত হলে রক্ত স্বাভাবিকভাবে প্রবাহিত হয় না।
advertisement
advertisement