Couple Destination: ইছামতি তিরে কাপল ফ্রেন্ডলি পার্ক, সঙ্গীকে নিয়ে সময় কাটানোর দারুণ জায়গা, রয়েছে বোটিংয়ের সুবিধা

Last Updated:
শহরে মানুষের পছন্দের তালিকায় অনেকসময় থাকে গ্রামের দিকের একটু নিরিবিলি পরিবেশ। যদি কম বাজেটে দিনের মধ্যেই কোলকাতা থেকে খুব কাছে কোথাও ঘুরতে যাওয়ার মন চায়, তবে অবশ্যই আপনার গন্তব্যের তালিকায় থাকা উচিত বসিরহাট শহরের বুকে গড়ে ওঠা একচিলতে গ্রাম্য পরিবেশে ভরপুর শহীদ দিনেশ চন্দ্র মজুমদার উদ্যান।
1/6
ঘর থেকে একটু বাইরে বেরোলেই যেমন কাঠফাটা রোদ্দুর ঠিক তেমনি ঘেমে ঘর্মাক্ত অবস্থা। এমন হাঁসফাঁস গরমে একটু নদীর ধারে শান্ত সবুজ মনোরম নিরিবিলি পরিবেশে প্রিয়জনকে নিয়ে ঘুরতে বের হলে কেমন হয়!
ঘর থেকে একটু বাইরে বেরোলেই যেমন কাঠফাটা রোদ্দুর ঠিক তেমনি ঘেমে ঘর্মাক্ত অবস্থা। এমন হাঁসফাঁস গরমে একটু নদীর ধারে শান্ত সবুজ মনোরম নিরিবিলি পরিবেশে প্রিয়জনকে নিয়ে ঘুরতে বের হলে কেমন হয়!
advertisement
2/6
শহরে মানুষের পছন্দের তালিকায় অনেকসময় থাকে গ্রামের দিকের একটু নিরিবিলি পরিবেশ। যদি কম বাজেটে দিনের মধ্যেই কোলকাতা থেকে খুব কাছে কোথাও ঘুরতে যাওয়ার মন চায়, তবে অবশ্যই আপনার গন্তব্যের তালিকায় থাকা উচিত বসিরহাট শহরের বুকে গড়ে ওঠা একচিলতে গ্রাম্য পরিবেশে ভরপুর শহীদ দিনেশ চন্দ্র মজুমদার ইছামতী উদ্যান।
শহরে মানুষের পছন্দের তালিকায় অনেকসময় থাকে গ্রামের দিকের একটু নিরিবিলি পরিবেশ। যদি কম বাজেটে দিনের মধ্যেই কোলকাতা থেকে খুব কাছে কোথাও ঘুরতে যাওয়ার মন চায়, তবে অবশ্যই আপনার গন্তব্যের তালিকায় থাকা উচিত বসিরহাট শহরের বুকে গড়ে ওঠা একচিলতে গ্রাম্য পরিবেশে ভরপুর শহীদ দিনেশ চন্দ্র মজুমদার ইছামতী উদ্যান।
advertisement
3/6
বসিরহাট শহরের ১৫ নং ওয়ার্ডে গড়ে ওঠা ইছামতীর তীরে এই পিকনিক স্পটে গ্রীস্মের দাবদাহে যেমন পাবেন শান্ত মনোরম পরিবেশ পাশাপাশি শীতের সময়ে পিকনিকে যেন নতুন রসদ যোগায়।
বসিরহাট শহরের ১৫ নং ওয়ার্ডে গড়ে ওঠা ইছামতীর তীরে এই পিকনিক স্পটে গ্রীস্মের দাবদাহে যেমন পাবেন শান্ত মনোরম পরিবেশ পাশাপাশি শীতের সময়ে পিকনিকে যেন নতুন রসদ যোগায়।
advertisement
4/6
ইছামতীর তীরে ম্যানগ্রোভ ও চারিদিকে জলরাশির অবয়বে ঘেরা দিঘির পাশাপাশি একাধিক রংবেরঙের সবুজের ভরিয়ে তুলবে আপনার মনকে। শিশুদের মনোরঞ্জনের জন্য পার্কটিতে বসানো হয়েছে বিভিন্ন খেলনা, দোলনার উপকরণ।
ইছামতীর তীরে ম্যানগ্রোভ ও চারিদিকে জলরাশির অবয়বে ঘেরা দিঘির পাশাপাশি একাধিক রংবেরঙের সবুজের ভরিয়ে তুলবে আপনার মনকে। শিশুদের মনোরঞ্জনের জন্য পার্কটিতে বসানো হয়েছে বিভিন্ন খেলনা, দোলনার উপকরণ।
advertisement
5/6
ট্রেনে শিয়ালদাহ স্টেশন থেকে হাসনাবাদ লোকাল ধরে প্রায় দেঢ় ঘন্টার সময়ের ব্যবধানে পৌঁছে যাবেন ভ্যাবলা স্টেশন। সেখান থেকে অটো কিংবা টোটোতে ২০ মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন এই স্পটে।
ট্রেনে শিয়ালদাহ স্টেশন থেকে হাসনাবাদ লোকাল ধরে প্রায় দেঢ় ঘন্টার সময়ের ব্যবধানে পৌঁছে যাবেন ভ্যাবলা স্টেশন। সেখান থেকে অটো কিংবা টোটোতে ২০ মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন এই স্পটে।
advertisement
6/6
স্পটের চারিপাশে ঘেরা বড় জলের দিঘীতে যেমন রং রংয়ের মাছ ঠিক তেমনি আছে বোটিং এর ব্যবস্থা। তাইলে সঙ্গীকে নিয়ে বোটিংও করতে পারেন।
স্পটের চারিপাশে ঘেরা বড় জলের দিঘীতে যেমন রং রংয়ের মাছ ঠিক তেমনি আছে বোটিং এর ব্যবস্থা। তাইলে সঙ্গীকে নিয়ে বোটিংও করতে পারেন।
advertisement
advertisement
advertisement