কিডনির সমস্যায় ভুগছেন, বুঝবেন কীভাবে ?

Last Updated:
1/6
শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি ৷ প্রধানত দেহের ছাঁকনি হিসেবে কাজ করে এবং রক্ত থেকে দূষিত বর্জ্য পদার্থগুলো ছেঁকে বের করে দেয়। তবে কিডনির সমস্যা হলে বুঝবেন কীভাবে ? শরীরের নানা উপসর্গ আপনাকে জানান দেবে যে আপনি কিডনির সমস্যায় ভুগছেন ৷ জেনে নিন সেই উপসর্গ কী কী ৷ Photo Collected
শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি ৷ প্রধানত দেহের ছাঁকনি হিসেবে কাজ করে এবং রক্ত থেকে দূষিত বর্জ্য পদার্থগুলো ছেঁকে বের করে দেয়। তবে কিডনির সমস্যা হলে বুঝবেন কীভাবে ? শরীরের নানা উপসর্গ আপনাকে জানান দেবে যে আপনি কিডনির সমস্যায় ভুগছেন ৷ জেনে নিন সেই উপসর্গ কী কী ৷ Photo Collected
advertisement
2/6
হাত ও পা ফুলে যাওয়া-কিডনি ঠিক মত কাজ না করলে শরীরে জলের পরিমাণ বাড়ে ৷ ফলে হাত-পা ফুলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় ৷ Photo Collected
হাত ও পা ফুলে যাওয়া-কিডনি ঠিক মত কাজ না করলে শরীরে জলের পরিমাণ বাড়ে ৷ ফলে হাত-পা ফুলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় ৷ Photo Collected
advertisement
3/6
দুর্বল অনুভব হওয়া- কিডনির সমস্যায় শরীর থেকে সোডিয়াম বেরিয়ে যেতে পারে ৷ ফলে আপনি সহজেই ক্লান্ত অনুভব করেন ৷ ৷ Photo Collected
দুর্বল অনুভব হওয়া- কিডনির সমস্যায় শরীর থেকে সোডিয়াম বেরিয়ে যেতে পারে ৷ ফলে আপনি সহজেই ক্লান্ত অনুভব করেন ৷ ৷ Photo Collected
advertisement
4/6
শুষ্ক ত্বক- ত্বক যদি শুষ্ক হতে থাকে ও চুলকায় তাহলে সাবধান হন ৷ কিডনির কাজ না করলে ত্বকের সমস্যা হবে ৷ ৷ Photo Collected
শুষ্ক ত্বক- ত্বক যদি শুষ্ক হতে থাকে ও চুলকায় তাহলে সাবধান হন ৷ কিডনির কাজ না করলে ত্বকের সমস্যা হবে ৷ ৷ Photo Collected
advertisement
5/6
প্রস্রাবে রক্তের ছোঁয়া- স্বাভাবিক অবস্থায় কিডনি শরীর থেকে বর্জ্য পদার্থ ছাঁকার কাজ করে ৷ কিন্তু সেই প্রক্রিয়া ঠিকভাবে না হলে রক্ত মিশতে পারে আপনার প্রস্রাবে ৷  ৷ Photo Collected
প্রস্রাবে রক্তের ছোঁয়া- স্বাভাবিক অবস্থায় কিডনি শরীর থেকে বর্জ্য পদার্থ ছাঁকার কাজ করে ৷ কিন্তু সেই প্রক্রিয়া ঠিকভাবে না হলে রক্ত মিশতে পারে আপনার প্রস্রাবে ৷ ৷ Photo Collected
advertisement
6/6
ঘনঘন প্রস্রাবের প্রবণতা- কিডনি আমাদের প্রস্রাব তৈরির প্রক্রিয়ায় সাহায্য করে ৷ কিডনির কাজ না করতে পারলে বার বার প্রস্রাবের প্রবণতা তৈরি হবে ৷ ৷ Photo Collected
ঘনঘন প্রস্রাবের প্রবণতা- কিডনি আমাদের প্রস্রাব তৈরির প্রক্রিয়ায় সাহায্য করে ৷ কিডনির কাজ না করতে পারলে বার বার প্রস্রাবের প্রবণতা তৈরি হবে ৷ ৷ Photo Collected
advertisement
advertisement
advertisement