Cleaning Tips: সাদা কাপড়ে দাগ নিমেষে দূর হবে, শুধু ঘরে রাখুন এই ‘৩’ উপকরণ, তা হলেই কেল্লাফতে

Last Updated:
সাদা কাপড়ে দাগ পড়লেই চিন্তার! তবে ভয়ের ব্যাপার নেই৷ দেখে নিন কয়েকটি উপায়৷
1/6
কেচে-ধুয়ে পরিষ্কার করা সাদা পোশাকটি বের করলেন, দেখেই আঁতকে ওঠার মতো অবস্থা৷ ধবধবে পোশাকে লেগে আছে পুরনো হলদেটে দাগ!  অসাবধানে নেমন্তন্ন বাড়িতে তেলমশলাদার খাবার পড়েছে হয়তো, কিংবা গরমে ঘামর দাগ থেকেও সাদা জামায় হলদেটে ছোপ ধরে।
কেচে-ধুয়ে পরিষ্কার করা সাদা পোশাকটি বের করলেন, দেখেই আঁতকে ওঠার মতো অবস্থা৷ ধবধবে পোশাকে লেগে আছে পুরনো হলদেটে দাগ! অসাবধানে নেমন্তন্ন বাড়িতে তেলমশলাদার খাবার পড়েছে হয়তো, কিংবা গরমে ঘামর দাগ থেকেও সাদা জামায় হলদেটে ছোপ ধরে।
advertisement
2/6
সেই দাগ তোলার জন্য কাচতেও দিলেন লন্ড্রিতে। তাতে দাগ না হয় হালকা হল, কিন্তু পুরোপুরি ওঠেনি। তা হলে? কি করবেন? দাগের জন্য পোশাক বাতিল করতে হবে? মোটেই না। জেনে নিন সাদা পোশাককে পরিষ্কার করার কিছু উপায়৷
সেই দাগ তোলার জন্য কাচতেও দিলেন লন্ড্রিতে। তাতে দাগ না হয় হালকা হল, কিন্তু পুরোপুরি ওঠেনি। তা হলে? কি করবেন? দাগের জন্য পোশাক বাতিল করতে হবে? মোটেই না। জেনে নিন সাদা পোশাককে পরিষ্কার করার কিছু উপায়৷
advertisement
3/6
১। বেকিং সোডার মিশ্রণসাদা পোশাকের দাগ তুলতে বেকিং সোডা ব্যবহার করুন৷ বিশেষ করে ঘামের দাগ বা খাবারের দাগের ক্ষেত্রে এই সোডা খুবই কার্যকর৷ এবার চার টেবিলচামচ বেকিং সোডার সঙ্গে দুই টেবিলচামচ জল মিশিয়ে গাঢ় মিশ্রণ তৈরি করুন। দাগ লাগা জায়গাটিতে ওই মিশ্রণ লাগিয়ে রাখুন। তার পরে একটি ব্রাশ অথবা আঙুল দিয়ে হালকা হাতে ঘষে দিন। ৩০ মিনিট রেখে তার পরে ধুয়ে ফেলুন। পোশাকের ক্ষতি না করেই দাগ দূর হবে।
১। বেকিং সোডার মিশ্রণসাদা পোশাকের দাগ তুলতে বেকিং সোডা ব্যবহার করুন৷ বিশেষ করে ঘামের দাগ বা খাবারের দাগের ক্ষেত্রে এই সোডা খুবই কার্যকর৷ এবার চার টেবিলচামচ বেকিং সোডার সঙ্গে দুই টেবিলচামচ জল মিশিয়ে গাঢ় মিশ্রণ তৈরি করুন। দাগ লাগা জায়গাটিতে ওই মিশ্রণ লাগিয়ে রাখুন। তার পরে একটি ব্রাশ অথবা আঙুল দিয়ে হালকা হাতে ঘষে দিন। ৩০ মিনিট রেখে তার পরে ধুয়ে ফেলুন। পোশাকের ক্ষতি না করেই দাগ দূর হবে।
advertisement
4/6
২। সাদা ভিনিগারসাদা ভিনিগার যে কোনও ধরনের দাগ তুলতে সিদ্ধহস্ত। চা-কফি-ওয়াইনের দাগের মতো জেদি দাগকেও সহজেই দূর করতে পারে সাদা ভিনিগার। এতে কাপড়ও বেশ নরম থাকে৷ একটা বালতিতে ভিনিগার নিয়ে তাতে তিনগুণ জল মেশান। এই বার দাগ লাগা পোশাকটি ওই মিশ্রণে আধ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এর পরে ব্রাশে করে দাগ লাগা জায়গাটি ঘষে পরিষ্কার করে নিন। তারপর সাধারণ জলে ধুয়ে ফেলুন।
২। সাদা ভিনিগারসাদা ভিনিগার যে কোনও ধরনের দাগ তুলতে সিদ্ধহস্ত। চা-কফি-ওয়াইনের দাগের মতো জেদি দাগকেও সহজেই দূর করতে পারে সাদা ভিনিগার। এতে কাপড়ও বেশ নরম থাকে৷ একটা বালতিতে ভিনিগার নিয়ে তাতে তিনগুণ জল মেশান। এই বার দাগ লাগা পোশাকটি ওই মিশ্রণে আধ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এর পরে ব্রাশে করে দাগ লাগা জায়গাটি ঘষে পরিষ্কার করে নিন। তারপর সাধারণ জলে ধুয়ে ফেলুন।
advertisement
5/6
৩। হাইড্রোজেন পারক্সাইডহাইড্রোজেন পারক্সাইড এক ধরনের ব্লিচিংয়ের উপাদান। তাই রঙিন জামাকাপড়ের দাগ তোলার জন্য হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করবেন না৷ এতে রঙিন কাপড়ের রং নষ্ট হতে পারে। সময়ের সঙ্গে-সঙ্গে সাদা জামায় হলদেটে ছোপ পড়ে, তা দূর করার জন্য এই উপাদান খুবই উপযোগী। তাই সাদা কপাড়ের খাবারের দাগ বা যে কোনও ধরনের পুরনো জোরালো দাগও সহজে ওঠাতে গিয়ে এই উপাদান ব্যবহার করুন৷
৩। হাইড্রোজেন পারক্সাইডহাইড্রোজেন পারক্সাইড এক ধরনের ব্লিচিংয়ের উপাদান। তাই রঙিন জামাকাপড়ের দাগ তোলার জন্য হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করবেন না৷ এতে রঙিন কাপড়ের রং নষ্ট হতে পারে। সময়ের সঙ্গে-সঙ্গে সাদা জামায় হলদেটে ছোপ পড়ে, তা দূর করার জন্য এই উপাদান খুবই উপযোগী। তাই সাদা কপাড়ের খাবারের দাগ বা যে কোনও ধরনের পুরনো জোরালো দাগও সহজে ওঠাতে গিয়ে এই উপাদান ব্যবহার করুন৷
advertisement
6/6
হাইড্রোজেন পারক্সাইডকে বাসন ধোয়ার তরল সাবানের সঙ্গে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। ওই মিশ্রণ দিয়ে দাগ লাগা জায়গাটি ভিজিয়ে নিন। ১৫-৩০ মিনিট পর্যন্ত ও ভাবেই রেখে দিন। তার পরে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।
হাইড্রোজেন পারক্সাইডকে বাসন ধোয়ার তরল সাবানের সঙ্গে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। ওই মিশ্রণ দিয়ে দাগ লাগা জায়গাটি ভিজিয়ে নিন। ১৫-৩০ মিনিট পর্যন্ত ও ভাবেই রেখে দিন। তার পরে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।
advertisement
advertisement
advertisement