Chlamydia | STD: প্রস্রাবের সময় যৌনাঙ্গে জ্বালা? আপনার ক্ল্যামেডিয়া হয়নি তো? এই যৌন-রোগ হলে কী করবেন জানুন
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Chlamydia | STD: ক্ল্যামেডিয়া হলে কী ভাবে বুঝবেন জেনে নিন। সঙ্গে সঙ্গে করুন এই কাজ।
আপনি কী জানেন ক্ল্যামেডিয়া বলেও কোনও অসুখ আছে? অনেকেই জানেন না এই রোগটি সম্পর্কে। এটি একটি যৌন রোগ। সাধারণত এই রোগ সম্পর্কে আমাদের সঠিক ধারণা থাকে না বলেই, এ নিয়ে আলোচনা হয় না। যার ফল হতে পারে ভয়াবহ। photo source collected
advertisement
মারাত্মক একটি যৌনরোগ ক্ল্যামিডিয়া। এক ধরনের রোগ জীবাণু। যৌন মিলনের সময় এটি শরীরে প্রবেশ করে। পরিসংখ্যান অনুযায়ী সেখানে প্রতিবছর প্রায় ৩০ লক্ষ মানুষ ক্ল্যামিডিয়ায় আক্রান্ত হন। photo source collected
advertisement
ক্ল্যামিডিয়া একটি যৌন সংক্রামক রোগ, যাতে পুরুষ ও নারী উভয়েই এতে আক্রান্ত হয়। সাধারণত যৌন সঙ্গমের মাধ্যমেই কোনো ব্যক্তি ক্ল্যামিডিয়ায় আক্রান্ত হন।সংক্রামিত সঙ্গী বা সঙ্গীনির সঙ্গে যোনি,পায়ু অথবা মৌখিক যৌন সঙ্গমের ফলে সংক্রমণের ঝুঁকি থাকে। অসুরক্ষিত যৌন সম্পর্ক বা একাধিক ব্যক্তির সঙ্গে যৌন সংসর্গ, ক্ল্যামিডিয়ার ঝুঁকি বাড়ায়। photo source collected
advertisement
মহিলারা এই রোগে বেশি আক্রান্ত হন পুরুষদের তুলনায়। কী ভাবে বুঝবেন এই রোগ হয়েছে আপনার। তলপেটে ব্যথা। যৌনাঙ্গ থেকে সবুজ বা হলদেটে তরল পদার্থ নিঃসৃত হওয়া। হালকা জ্বর! মলদ্বারে ফোলা ভাব৷ যৌন মিলনের সময় রক্তপাত৷ ঋতুস্রাবের সময় অতিরিক্ত রক্তপাত। বারবার মূত্র ত্যাগ। এবং সেই সময় যৌনাঙ্গে অসহ্য যন্ত্রণা। এগুলি হলেই ডাক্তারের কাছে যান। সময় নষ্ট করবেন না।photo source collected
advertisement