Chickpeas-Jaggery Benefits: সকালে খান ছোলা ও গুড়! এক মাসে ওজন কমে রোগা হয়ে যাবেন! উপকার জানলে রোজ খাবেন

Last Updated:
Chickpeas-Jaggery Benefits: সকালে ঘুম ভাঙলে খেয়ে নিন ভিজিয়ে রাখা ছোলা ও গুড় মিশিয়ে! বহু জটিল রোগ পালাবে! জানুন বিশেষজ্ঞর মত
1/6
এবার রোজ খান গুড় ও ছোলা। যা খেলে উপকার পাবেন অনেক। এই কথা জানিয়েছেন পুষ্টিবিদ অরবিন্দা স্ব। হজমের সমস্যায় এই উপাদান ভাল কাজে দেবে।
এবার রোজ খান গুড় ও ছোলা। যা খেলে উপকার পাবেন অনেক। এই কথা জানিয়েছেন পুষ্টিবিদ অরবিন্দা স্ব। হজমের সমস্যায় এই উপাদান ভাল কাজে দেবে।
advertisement
2/6
গুড়ের সঙ্গে ছোলা খেলে হজম প্রক্রিয়া শক্তিশালী হয়। এছাড়াও এই দুই উপকরণ একসঙ্গে খেলে হৃদরোগ থেকে মুক্তি পাওয়া যায়।
গুড়ের সঙ্গে ছোলা খেলে হজম প্রক্রিয়া শক্তিশালী হয়। এছাড়াও এই দুই উপকরণ একসঙ্গে খেলে হৃদরোগ থেকে মুক্তি পাওয়া যায়।
advertisement
3/6
গুড় ও ছোলা একসঙ্গে খেলে সারাদিন আপনি একটুও ক্লান্তি অনুভব করবেন না। এছাড়াও এই দুই উপকরণ একসঙ্গে খেলে হৃদরোগ থেকে মুক্তি পাওয়া যায়।
গুড় ও ছোলা একসঙ্গে খেলে সারাদিন আপনি একটুও ক্লান্তি অনুভব করবেন না। এছাড়াও এই দুই উপকরণ একসঙ্গে খেলে হৃদরোগ থেকে মুক্তি পাওয়া যায়।
advertisement
4/6
গুড় এবং ছোলা দুটোই ওজন কমাতে খুবই উপকারী বলে মনে করা হয়। গুড়ের মধ্যে আঁশ থাকায় পেট সবসময় ভরা থাকে। ফলে কথায় কথায় খিদে পায় না।
গুড় এবং ছোলা দুটোই ওজন কমাতে খুবই উপকারী বলে মনে করা হয়। গুড়ের মধ্যে আঁশ থাকায় পেট সবসময় ভরা থাকে। ফলে কথায় কথায় খিদে পায় না।
advertisement
5/6
গুড় এবং ছোলা উভয়েই প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফাইবার পাওয়া যায়। এই পুষ্টি উপাদানগুলির সাহায্যে শরীর সুস্থ থাকে।
গুড় এবং ছোলা উভয়েই প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফাইবার পাওয়া যায়। এই পুষ্টি উপাদানগুলির সাহায্যে শরীর সুস্থ থাকে।
advertisement
6/6
তাহলে আর দেরী কিসের রোজ খান ছোলা ও গুড়। নিঃসন্দেহে এই দুই উপাদানে আপনার শরীর হবে চনমনে।
তাহলে আর দেরী কিসের রোজ খান ছোলা ও গুড়। নিঃসন্দেহে এই দুই উপাদানে আপনার শরীর হবে চনমনে।
advertisement
advertisement
advertisement