Cancer Symptoms in young: ৫০ বছর থেকে কম বয়সীদের মধ্যে বাড়ছে ক্যানসার! আপনিও হতে পারেন শিকার, অবহেলায় সময়ের আগেই হতে পারেন ছবি...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Cancer Symptoms in young: ৫০ বছরের কম বয়সিদের মধ্যে ক্যানসারের ঝুঁকি বেড়েছে। বিশেষ করে ব্রেস্ট, কোলন ও লিম্ফোমা ক্যানসারের প্রভাব সবচেয়ে বেশি। হঠাৎ ওজন কমা, ক্লান্তি, রক্তপাত, ব্যথা, চর্মের পরিবর্তন—এসব উপসর্গ অবহেলা নয়, দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন...
‘ক্যানসার’ নামটা শুনলেই মানুষের মনে ভয় ঢুকে যায়। কারণ এই মারণ রোগটি যদি সময়মতো ধরা না পড়ে, তাহলে জীবন সংশয়ের সম্ভাবনা বেড়ে যায়। ক্যানসার শরীরের একাধিক অঙ্গকে আক্রমণ করে এবং ধীরে ধীরে রোগীকে দুর্বল করে তোলে। তাই ক্যানসারের প্রাথমিক লক্ষণগুলো যত তাড়াতাড়ি শনাক্ত করা যায়, চিকিৎসার সাফল্যের সম্ভাবনাও তত বাড়ে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
বিনা কারণে শরীরের কোনও অংশে নীল ছোপ পড়া, ঘন ঘন ইনফেকশন হওয়া, মারাত্মক ক্লান্তি ইত্যাদি লক্ষণ লিউকেমিয়া অর্থাৎ রক্তের ক্যানসারের চিহ্ন হতে পারে। হাড়ে ব্যথা বা অদ্ভুত কোনও ব্যথা হলে তা সারকোমা নামক ক্যানসারের ইঙ্গিত হতে পারে। দৃষ্টিশক্তির পরিবর্তন, মাথাব্যথা বা পিঠে ব্যথা হলে তা মস্তিষ্ক বা স্পাইন ক্যানসারের লক্ষণ হতে পারে।
advertisement
advertisement