Cancer Risk Foods: ক্যানসারের পরম বন্ধু 'এই' খাবারগুলি! সাবধান, রোজ খেলে ক্যানসারের ছোবলে আপনার আয়ু কমবে গ্যারান্টি...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Cancer Risk Foods: আপনি প্রতিদিন এমন কিছু খাবার খাচ্ছেন, যা নীরবে আপনার শরীরে ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। কোল্ড ড্রিংক, পপকর্ন, ময়দা ও প্রক্রিয়াজাত মাংসের মতো খাবার এড়িয়ে গিয়ে বেছে নিন স্বাস্থ্যকর বিকল্প এবং সচেতন হোন আজই৷ অবহেলায় ভয়ঙ্কর বিপদ, বিস্তারিত জানুন...
জাঙ্ক ফুড এবং ক্যানসারের ঝুঁকি: জাঙ্ক ফুড খেতে যতই সুস্বাদু হোক না কেন, এটি ক্যানসারের ঝুঁকি অনেক বেড়ে দেয়। দীর্ঘমেয়াদে, এটি স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলে। তবে কিছু আরও খাবার আছে, যা জাঙ্ক ফুডের মতোই ক্ষতিকর এবং ধীরে ধীরে ক্যানসার ডেকে আনতে পারে। সবচেয়ে খারাপ বিষয় হলো—আপনি বুঝতেই পারবেন না কখন এই ক্ষতি শুরু হয়েছে। কোন খাবারগুলি ক্যানসারের ঝুঁকি বাড়ায় জানুন...
advertisement
advertisement
মাইক্রোওয়েভ পপকর্ন: এতে থাকা ডাইএ্যাসেটিল গরম হলে বিষাক্ত হয়ে যায় এবং প্যাকেটের আস্তরণ কার্সিনোজেনিক। ক্যানজাত টমেটো: ক্যানের ভিতরে থাকা BPA অ্যাসিডের কারণে খাবারে মিশে যায়, যা হরমোনে পরিবর্তন আনে। ভেজিটেবল অয়েল: কেমিকেল প্রক্রিয়ায় তৈরি এই তেলগুলিতে অতিরিক্ত ওমেগা-৬ ফ্যাট থাকে যা কোষের গঠন পরিবর্তন করে ক্যানসারের কারণ হতে পারে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
