Tourist Spot: ফ্রেস অক্সিজেনের ভাণ্ডার, ভাগীরথীর বুকে এক টুকরো স্বর্গ! সপ্তাহান্তের ছুটিতে গন্তব্য হোক এই মায়াবী দ্বীপ
- Reported by:Tanmoy Mondal
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Murshidabad Tourist Spot: নতুন বছরের শুরুতেই জঙ্গিপুরবাসীর জন্য সুখবর। আরও শ্রী বৃদ্ধি হতে চলেছে নেতাজি সুভাষ দ্বীপের।
advertisement
প্রত্যেক বছর শীতের মরশুমে হাজার হাজার মানুষের ভিড় হয় নেতাজি সুভাষ দ্বীপে পিকনিক করার উদ্দেশ্যে। প্রাকৃতিক সৌন্দর্যের মনোরম পরিবেশে পরিবারের সবাইকে নিয়েই মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা সহ পার্শ্ববর্তী জেলা বীরভূম, মালদা , নদীয়া, পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খন্ড, বিহার থেকেও প্রচুর মানুষজন। পরিবারের সমস্ত সদস্যদের নিয়ে পিকনিক করতে ভিড় জমায় জঙ্গিপুর পৌরসভার অধীনস্থ ভাগীরথী নদীর বক্ষে নেতাজি সুভাষ দ্বীপে।
advertisement
advertisement
তিনি এও জানিয়েছেন, খুব তাড়াতাড়ি নেতাজি সুভাষ দ্বীপ আরও ভালভাবে সেজে উঠবে। নেতাজি সুভাষ দ্বীপের পিছনে ভাগীরথী বক্ষে আরও একটি চর জেগে উঠেছে। সেই চরটি ও সামনের দিনে নেতাজি সুভাষ দ্বীপের সঙ্গে যুক্ত করে আরও সুন্দর করে সাজিয়ে তোলা হবে। শীতের মরশুমে প্রচুর মানুষজন ভিড় জমিয়েছেন পিকনিকের উদ্দেশ্যে। একাধিক জেলা থেকে মানুষজন এসেছেন পিকনিক করতে। পৌরসভার পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে আগত পর্যটকদের জন্য।
advertisement
জঙ্গিপুর পুরসভার সূত্রে জানা যায়, আগত পর্যটকদের জন্য পর্যাপ্ত জলের ব্যবস্থা, পিকনিকে রান্না করার জন্য ছাউনি, পর্যাপ্ত শৌচালয়ের ব্যবস্থা করা আছে এই সুভাষ দ্বীপে। প্রতিনিয়তই বিশেষ করে পিকনিকের মরশুমে পুলিশ ক্যাম্প বসানো হয় সুভাষ দ্বীপে। কোনও পর্যটক যাতে সমস্যার সম্মুখীন না হয় সেই বিষয়ে পর্যাপ্ত পুর কর্মচারী নিযুক্ত করা আছে।
advertisement
advertisement
আর সেই কারণেই মানুষের নজর কাড়ছে জঙ্গিপুর পুরসভার অধীনস্থ নেতাজি সুভাষ দ্বীপ। সামনের দিনে সুভাষ দ্বীপের পেছনের যে চরটি ভাগীরথী বক্ষে আবারও জেগে উঠেছে, সেটিতেও হতে চলেছে সুসজ্জিত পার্ক। থাকবে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য একাধিক অত্যাধুনিক মানের খেলনা সামগ্রী, হবে বোর্টিং এর ব্যবস্থা। নতুন বছরের বিশেষ চমক আস্তে চলেছে জঙ্গিপুরবাসীর জন্য।
advertisement
advertisement
প্রশাসনের কাছে শহরবাসীর দাবি, আমাদের পূর্বের যে গঙ্গা নেতাজি সুভাষ দ্বীপকে রঘুনাথগঞ্জ শহর থেকে আলাদা করে রেখেছি। সেই গঙ্গাযদি পুনরুদ্ধারের ব্যবস্থা করে তাহলে এলাকার মানুষ যেন অনেকটাই উপকৃত হবেন। পুরনো গঙ্গাটি একরকম পলিময় হয়ে মজে গিয়েছে। সেটিকে যদি ড্রেজিং করে পুনরায় গঙ্গার রূপ দেওয়া যায়, তাহলে অনেক সমস্যার ও সমাধান হবে জঙ্গিপুরের। (ছবি ও তথ্য - তন্ময় মন্ডল)









