Siliguri News : নিশিরাতে মন্ত্র, জঙ্গলে আলো–ছায়া: বৈকুণ্ঠপুরে ঐতিহ্যবাহী বনদুর্গা পুজো ৪৫ বছরে
- Reported by:Ricktik Bhattacharjee
- hyperlocal
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
ঘন জঙ্গল, নিস্তব্ধ রাত আর মন্ত্রধ্বনির আবেশ—বৈকুণ্ঠপুর জঙ্গলের গভীরে দিল্লিভিটা–চাঁদের খাল এলাকায় গভীর রাতে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী বনদুর্গা পুজো। শহরের কোলাহল থেকে বহু দূরে, সাধারণ মানুষের কাছে প্রায় অচেনা এই স্থানেই যুগের পর যুগ ধরে চলে আসছে এক অনন্য ধর্মীয় আচার, যা এবছর ৪৫ বছরে পা দিল।
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : ঘন জঙ্গল, নিস্তব্ধ রাত আর মন্ত্রধ্বনির আবেশ—বৈকুণ্ঠপুর জঙ্গলের গভীরে দিল্লিভিটা–চাঁদের খাল এলাকায় গভীর রাতে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী বনদুর্গা পুজো। শহরের কোলাহল থেকে বহু দূরে, সাধারণ মানুষের কাছে প্রায় অচেনা এই স্থানেই যুগের পর যুগ ধরে চলে আসছে এক অনন্য ধর্মীয় আচার, যা এবছর ৪৫ বছরে পা দিল।
advertisement
পৌষ মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত এই বনদুর্গা পুজো উদ্যোক্তাদের কাছে শুধু একটি উৎসব নয়, বরং প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা এক বিশ্বাসের প্রতীক। উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, ২রা জানুয়ারি গভীর রাতে বিশেষ আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে পুজো সম্পন্ন হয়। নিশ্ছিদ্র অন্ধকার জঙ্গলের মাঝে প্রদীপের আলো আর ঢাকের তালে সেই মুহূর্ত যেন এক অন্য জগতের অনুভূতি এনে দেয়।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
রাত পেরোতেই ৩রা জানুয়ারি সকাল থেকে বনদুর্গা মন্দির প্রাঙ্গণে ভক্তদের ভিড় বাড়তে থাকে। জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার সহ উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বহু পূণ্যার্থী মায়ের দর্শনে হাজির হন। ভক্তদের বিশ্বাস, গভীর জঙ্গলে অবস্থিত এই মন্দিরে নিষ্ঠাভরে পুজো দিলে মনস্কামনা পূর্ণ হয় এবং জীবনের সংকট কাটে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
পুজোর দিন সকাল থেকেই মন্দির চত্বরে প্রসাদ বিতরণ শুরু হয়। উদ্যোক্তা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দুপুর ৩টা পর্যন্ত প্রসাদ বিতরণ চলে। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে উদ্যোক্তাদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যাতে ভক্তদের কোনও অসুবিধা না হয়।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
প্রকৃতির কোলে, বৈকুণ্ঠপুর জঙ্গলের গভীরে অনুষ্ঠিত এই বনদুর্গা পুজো আজ আর শুধু একটি ধর্মীয় আচার নয়—এটি হয়ে উঠেছে লোকাচার, বিশ্বাস ও ঐতিহ্যের এক জীবন্ত দলিল। আধুনিকতার স্রোতের মাঝেও ৪৫ বছর ধরে অটুট থাকা এই পুজো প্রমাণ করে, বিশ্বাসের শিকড় যত গভীরে, ততই তা সময়ের সঙ্গে আরও শক্ত হয়।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য









