South 24 Parganas News: এই রংবেরঙের আলোর ভয়ে লোকালয়ে ঘেষবে না বাঘ! সুন্দরবনে ফিশিং সেন্সর লাইট

Last Updated:

বাঘ ও মানুষের সংঘাত কমানোর জন্য বনদপ্তরের পক্ষ থেকে লোকালয় এলাকাগুলিতে লাগানো হচ্ছে ফিশিং সেন্সর লাইট

+
সেন্সর

সেন্সর লাইট

দক্ষিণ ২৪ পরগনা,সুন্দরবন, সুমন সাহা: প্রতিবছর শীতের মরশুমে জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পারে ডোরাকাটা। কখনও বা খাবারের সন্ধানে কখনও বা সঙ্গীর সন্ধানে লোকালয়ের মধ্যে চলে আসতো সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার। লোকালয়ে ঢুকে পড়ে গবাদি পশু থেকে শুরু করে মানুষজনের ওপর আক্রমণের ঘটনা ছিল নিত্যদিনের সঙ্গী। কিন্তু বনদফতর এর পক্ষ থেকে বেশকিছু ব্যবস্থা নেওয়ার পর লোকালয়ে বাঘের আনাগোনা অনেকটাই কমে গিয়েছে। সুন্দরবনের জঙ্গল লাগলো, লোকাল এগুলিকে বনদফতর এর পক্ষ থেকে নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে। বনদফতর সূত্রে খবর, সুন্দরবনের বাঘেদের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। জঙ্গল ছোট হয়ে আসছে মানুষ জঙ্গলের খুব কাছাকাছি তাদের বসতবাড়ি তৈরি করছে এবং বসবাস করছে।
এর ফলে বাঘেদের জন্য বাসস্থানের সংকট ধীরে ধীরে তৈরি হচ্ছে তাই বাঘেরা লোকালয়ের মধ্যে ঢুকে পড়ছে। এর ফলে বাঘে মানুষের সংঘাত বাড়ছে। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে গভীর জঙ্গলে থেকে বাঘ লোকালয়ের মধ্যে ঢুকে পড়ার ঘটনা ঘটে। বনদফতর এর পক্ষ থেকে লোকালয়ে বাঘের হানার হাত থেকে এলাকাবাসীদের রক্ষা করার জন্য নয়া পরিকল্পনা ফিশিং সেন্সর লাইট। এই লাইট জঙ্গল সংলগ্ন খাল খাঁড়ি পাশে যে সকল জায়গায় বনদফতরের জাল কিংবা নেট রয়েছে। সেই সকল জায়গায় উঁচু গাছের ডালে কিংবা জালে এই লাইট লাগানো হচ্ছে। কুলতলী বিট অফিসের পক্ষ থেকে, ২৬ কিলোমিটার এলাকা জুড়ে ৩০০ টি এই বিশেষ ফিসিং সেন্সার লাইট লাগানোর কাজ শুরু করা হয়েছে। বনদফতর এর পক্ষ থেকে নজর দেয়া হয়েছে কুলতলী যে সকল এলাকায় বাঘের পায়ের ছাপ এবং বাঘের গতিবিধি সবথেকে বেশি সে সকল জায়গায় এই বিশেষ আলো লাগান হয়েছে। ফিসিং সেন্সার লাইট কিভাবে কাজ করে, মূলত সন্ধ্যার সময় এই আলো জ্বলে ওঠে এই আলোর বিভিন্ন রকম রঙে জ্বলতে থাকে। এর কারণে বাঘের আর লোকালয়ের দিকে ঢোকার জন্য সাহস দেখায় না। পরীক্ষামূলকভাবে এই আলো লাগান হয়েছিল। এই আলো ফলশ্রুত হতেই কুলতলী এলাকায় এই আলো লাগানো হচ্ছে। গত বছর শীতের মৌসুমে ৩৮ বার জঙ্গল পেরিয়ে ডোরাকাটা ঢুকে পড়েছিল লোকালয়ে। কিন্তু এই বছরের সেই সংখ্যাটা অনেকটাই কমে গিয়েছে ইতিমধ্যেই দুবার জঙ্গল পেরিয়ে ডোরাকাটা ঢুকে পড়েছে লোকালয়ে। এ বিষয়ে কুলতলী এলাকার এলাকাবাসীর জিয়ারুল মন্ডল তিনি জানান, বনদফতর এর পক্ষ থেকে এটি ভাল উদ্যোগ নেয়া হয়েছে। এই লাইট লাগানোর পর জঙ্গল থেকে আর বাঘ লোকালয়ে ঢুকে পড়ে না। আমরা বাঘের আতঙ্ক থেকে অনেকটাই মুক্ত রয়েছি। এ বিষয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলার বন মুখ্য আধিকারিক (DFO) নিশা গোস্বামী বলেন, লোকালয়ে বাঘের হানা কমানোর জন্য বনদফতরের পক্ষ থেকে পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা নেয়া হয়েছে। কুলতলী বিট অফিস সংলগ্ন জঙ্গল লাগলো লোকালয়ে ১০ ফুট করে নেট লাগানো হয়েছে এবং সেই জালের কাছে এবং বিভিন্ন গাছের ডালে এই লাইট লাগানো হয়েছে। লাইটের উজ্জ্বল জ্যোতির কারণে রাতের অন্ধকারে বাঘ জঙ্গল থেকে লোকালয়ে আসার প্রবণতা অনেকটাই কমে গিয়েছে। পরীক্ষামূলকভাবে এই লাইট সফল হলে আগামী দিনে সুন্দরবনের জঙ্গল লাগোয়া লোকালয় গুলিতে এই লাইট লাগানো হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: এই রংবেরঙের আলোর ভয়ে লোকালয়ে ঘেষবে না বাঘ! সুন্দরবনে ফিশিং সেন্সর লাইট
Next Article
advertisement
Mausam Noor: 'বাংলায় পরিবর্তন চাই!' সাংসদ পদও ছাড়ছেন, কংগ্রেসে ফিরে আর কী বললেন মৌসম নূর?
'বাংলায় পরিবর্তন চাই!' সাংসদ পদও ছাড়ছেন, কংগ্রেসে ফিরে আর কী বললেন মৌসম নূর?
  • কংগ্রেসে ফিরলেন মৌসম নূর৷

  • দিল্লিতে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান৷

  • 'বাংলায় পরিবর্তন চাই', বললেন মৌসম৷

VIEW MORE
advertisement
advertisement