ঝাঁ চকচক করবে প্লাস্টিকের বালতি-মগ...! ১ মিনিটে গায়েব হবে জল-আয়রনের দাগ, এক পয়সাও লাগবে না, ছোট্ট 'টোটকা' দেখাবে ম্যাজিক!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Bucket Cleaning Tips: বারবার ব্যবহারে জলের দাগ পরে এমন হাল হয় এই বালতি ও মগের যে সেগুলি বাথরুমের সৌন্দর্য নষ্ট করে। অতিথি এসে বাথরুমে ঢুকলে তারও সবার আগে নজর যায় ওই নোংরা বালতিতে। এমন পরিস্থিতিতে কম পরিশ্রমে কী ভাবে এগুলি নতুনের মতো পরিষ্কার করবেন চলুন জেনে নেওয়া যাক টিপস।
advertisement
advertisement
advertisement
advertisement
কী ভাবে বালতি পরিষ্কার করবেন?১. ভিনিগার এবং বেকিং সোডা :ভিনিগার এবং বেকিং সোডা চমৎকার ক্লিনিং এজেন্ট। আপনি এক বালতি গরম জলে আধকাপ সাদা ভিনেগার এবং ২ টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। এই মিশ্রণটি দিয়ে বালতির ভিতরে ও বাইরে ভাল করে ঘষে নিন। দাগগুলো একগুঁয়ে হলে একটি বালতিতে মিশ্রণটি ভরে কয়েক ঘণ্টা রেখে দিন। তারপর ব্রাশ দিয়ে পরিষ্কার করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন।
advertisement
advertisement
৩. ব্লিচ :যদি দাগ খুব পুরানো এবং জেদি হয়, তাহলে ব্লিচ ব্যবহার করুন। এক বালতি জলে এক চতুর্থাংশ কাপ ব্লিচ মেশান। এই মিশ্রণটি একটি বালতিতে ভরে আধ ঘণ্টা রেখে দিন। তারপর ব্রাশ দিয়ে পরিষ্কার করে বালতিটি ভাল করে ধুয়ে শুকিয়ে নিন।দ্রষ্টব্য: খেয়াল রাখবেন ব্লিচ ব্যবহার করার সময়, গ্লাভস পরে নিন এবং শিশুদের থেকে এটি দূরে রাখুন।
advertisement
advertisement
advertisement
ডিসক্লেইমার: এই খবরের সঙ্গে সম্পর্কিত তথ্য নিউজ 18 বাংলা নিশ্চিত করে না। বিশেষত আপনার সাধারণ জ্ঞান বৃদ্ধি করাই আমাদের এই প্রতিবেদনের মূল উদ্দেশ্য। আমরা বিভিন্ন নির্ভরযোগ্য ওয়েবসাইট থেকে আপনার জন্য এই ধরনের তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি। এই সংক্রান্ত চূড়ান্ত জ্ঞানের জন্য অবশ্যই বিশেষজ্ঞের মত নেওয়া কাম্য।