কম্বো অফার, ফ্রি আইসক্রিম... ভ্যালেন্টাইন’স ডে’তে এই রেস্তোরাঁয়া না গেলে মিস করবেন

Last Updated:
৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই অফার । সময় সকালে ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত ।
1/5
• প্রেম আর পেট...দু’টোই শুরু একই অক্ষর দিয়ে । আর তাই এই দুয়ের সংযোগও অতি গভীর । সামনেই আসছে প্রেম দিবস । আর এই বিশেষ দিনে পেটপুজো না হলে চলে না একেবারেই । তাই তো ব্লু অর্কিড নিয়ে এসেছে দূর্দান্ত কিছু ভ্যালেন্টাইন’স ডে স্পেশ্যাল অফার ।
• প্রেম আর পেট...দু’টোই শুরু একই অক্ষর দিয়ে । আর তাই এই দুয়ের সংযোগও অতি গভীর । সামনেই আসছে প্রেম দিবস । আর এই বিশেষ দিনে পেটপুজো না হলে চলে না একেবারেই । তাই তো ব্লু অর্কিড নিয়ে এসেছে দূর্দান্ত কিছু ভ্যালেন্টাইন’স ডে স্পেশ্যাল অফার ।
advertisement
2/5
• ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই অফার । সময় সকালে ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত । এই অফার পেতে গেলে অবশ্যই আসতে হবে গড়িয়াহাটের সিটি স্টাইলের পাশে পন্ডিতিয়া রোডে ।
• ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই অফার । সময় সকালে ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত । এই অফার পেতে গেলে অবশ্যই আসতে হবে গড়িয়াহাটের সিটি স্টাইলের পাশে পন্ডিতিয়া রোডে ।
advertisement
3/5
• কম্বো অফারে থাকছে, ফ্রেশলাইম সোডা, চিকেন স্যুইট কর্ন স্যুপ, চিকেন এগ ফ্রায়েড রাইস এবং চিলি চিকেন গ্রেভি ।
• কম্বো অফারে থাকছে, ফ্রেশলাইম সোডা, চিকেন স্যুইট কর্ন স্যুপ, চিকেন এগ ফ্রায়েড রাইস এবং চিলি চিকেন গ্রেভি ।
advertisement
4/5
• সাধারণ মেনুতে থাকছে, মিক্সড মেন ফুন, কুং পাও ফিস, গোল্ডেন ফিস প্রন, চিকেন ক্যান্টোনিজ নুডল, হুনান চিকেন ।
• সাধারণ মেনুতে থাকছে, মিক্সড মেন ফুন, কুং পাও ফিস, গোল্ডেন ফিস প্রন, চিকেন ক্যান্টোনিজ নুডল, হুনান চিকেন ।
advertisement
5/5
• দু’জনের খেতে খরচ পড়বে আনুমানিক ৬৫০ টাকা । ৬০০ টাকার উপরে বিল হলে প্রত্যেককে পাবেন ভ্যানিলা বা স্ট্রবেরি আইসক্রিম ।
• দু’জনের খেতে খরচ পড়বে আনুমানিক ৬৫০ টাকা । ৬০০ টাকার উপরে বিল হলে প্রত্যেককে পাবেন ভ্যানিলা বা স্ট্রবেরি আইসক্রিম ।
advertisement
advertisement
advertisement