হোম » ছবি » লাইফস্টাইল » রক্তের গ্রুপই বলে দেবে আপনার চরিত্র কেমন, ভাল না খারাপ? চমকে যাওয়া সব তথ্য

Blood Type Personality: রক্তের গ্রুপই বলে দেবে আপনার চরিত্র কেমন, ভাল না খারাপ? চমকে যাওয়া সব তথ্য

  • 17

    Blood Type Personality: রক্তের গ্রুপই বলে দেবে আপনার চরিত্র কেমন, ভাল না খারাপ? চমকে যাওয়া সব তথ্য

    রক্তের গ্রুপের উপর না-কি অনেকটাই নির্ভর করে মানুষের ব্যক্তিত্ব, এমনই মতামত জাপানের বিজ্ঞানীদের। এ কারণেই জাপানে রক্তের ধরনকে 'কেটসুয়েকি-গাটা' বলে বিবেচনা করা হয়। সেখানে রক্তের বিভিন্ন গ্রুপ অনুযায়ী নির্ধারণ করে থাকেন কে ভাগ্যবান বা কে কী ধরনের চাকরি পাবেন?

    MORE
    GALLERIES

  • 27

    Blood Type Personality: রক্তের গ্রুপই বলে দেবে আপনার চরিত্র কেমন, ভাল না খারাপ? চমকে যাওয়া সব তথ্য

    এমনকী কে কেমন মানুষের সঙ্গে সম্পর্কে জড়াবেন তাও না-কি রক্তের গ্রুপ জেনে বলে দেওয়া সম্ভব। চলুন তবে নিজের রক্তের গ্রুপের সঙ্গে মিলিয়ে নিন আপনি কেমন?

    MORE
    GALLERIES

  • 37

    Blood Type Personality: রক্তের গ্রুপই বলে দেবে আপনার চরিত্র কেমন, ভাল না খারাপ? চমকে যাওয়া সব তথ্য

    যাঁদের রক্তের গ্রুপ ও পজেটিভ বা নেগেটিভ, তাঁরা খুবই আত্মবিশ্বাসী, দৃঢ় প্রতিজ্ঞ, দুর্দান্ত স্ট্যামিনা এবং সর্বদা হাসি-খুশি প্রকৃতির হয়ে থাকেন। এমন মানুষের উপর আপনি সহজেই নির্ভর করতে পারেন। তবে ও গ্রুপের মানুষেরা শুধু তাঁদের ভাল লাগার মানুষের সঙ্গে সবচেয়ে বেশি মেলামেশা করেন।

    MORE
    GALLERIES

  • 47

    Blood Type Personality: রক্তের গ্রুপই বলে দেবে আপনার চরিত্র কেমন, ভাল না খারাপ? চমকে যাওয়া সব তথ্য

    তাঁরা কখনও কখনও অন্যের প্রতি উদাসীন থাকেন এবং নিজেকে নিয়ে বেশি ভাবেন। তবে তাঁরা কাজ করতে কখনও আলস্যবোধ করেন না। অনেক কর্মঠ হয়ে থাকেন।

    MORE
    GALLERIES

  • 57

    Blood Type Personality: রক্তের গ্রুপই বলে দেবে আপনার চরিত্র কেমন, ভাল না খারাপ? চমকে যাওয়া সব তথ্য

    এ গ্রুপের রক্ত যাঁদের তাঁরা অন্তর্মুখী, বুদ্ধিমান, সংরক্ষিত এবং সৎ হয়ে থাকেন। তাঁরা সবসময় পারফেক্ট থাকার এবং চলার চেষ্টা করেন। অর্থাৎ অতিরিক্ত সংবেদনশীল হয়ে থাকেন তাঁরা। এ গ্রুপের রক্ত যাদের শরীরে বইছে, তাঁদের মস্কিষ্কের কর্টিসল হরমোন স্বভাবতই বেশি নিঃসরণ হয়। এই কারণে তাঁরা সর্বদা মানসিক চাপের মধ্যে থাকেন। কখনও কখনও খারাপ আচরণ করে থাকেন। এজন্য যোগব্যায়াম বা চিত্রকর্মের মতো কিছু শিথিল কাজকর্মের মধ্যে এ গ্রুপের মানুষদের থাকা জরুরি। তাঁরা কোনও কাজ করার আগে দু'বার চিন্তা করেন। তাঁরা সহজে কাউকে বিশ্বাসও করতে পারেন না।

    MORE
    GALLERIES

  • 67

    Blood Type Personality: রক্তের গ্রুপই বলে দেবে আপনার চরিত্র কেমন, ভাল না খারাপ? চমকে যাওয়া সব তথ্য

    বি গ্রুপের মানুষেরা অন্যদের তুলনায় বেশি সৃজনশীল, কৌতূহলী এবং সক্রিয় হয়ে থাকেন। যদিও বি গ্রুপের মানুষদের স্বভাবে স্বার্থপরতা থাকে, তবে তাঁরা সবচেয়ে বেশি যত্নশীল। তাঁরা মানসিকভাবে অনেক শক্ত ও স্বতন্ত্রবাদী হয়ে থাকেন। তাঁরা কখনও কে কী বলবেন, সে ভয়ে চলেন না। নিজের মন মতো চলতে পছন্দ করেন। তাঁরা নিজস্ব পথ খুঁজে নেন এবং নিজের নীতিতেই অবিচল থাকেন। সময় বিশেষে তাঁরা দ্রুত সিদ্ধান্ত নেন এবং একবার কোনও কিছুর প্রতি মনস্থির করলে সেটি করেই দম নেন।

    MORE
    GALLERIES

  • 77

    Blood Type Personality: রক্তের গ্রুপই বলে দেবে আপনার চরিত্র কেমন, ভাল না খারাপ? চমকে যাওয়া সব তথ্য

    মিশ্র রক্তের গ্রুপ যাঁদের, তাঁদের বৈশিষ্ট্যও মিশ্র ঘরানার। এবি গ্রুপের মানুষেরা অন্তর্মুখী এবং বহির্মুখী উভয়ই হতে পারেন। তাঁরা কলা এবং বিজ্ঞান বিষয়ে বেশি আগ্রহী হয়ে থাকেন। তাঁরা স্বভাবতই উচ্চাভিলাষী ও চিন্তাশীল হন। শান্তিপূর্ণ পরিবেশ পছন্দ করেন তাঁরা। তাঁদের ব্যক্তিত্বগুলো বিভিন্ন কর্মকাণ্ডের পরপরই তাঁদের আবেগের ভিত্তিতে দ্রুত পরিবর্তিত হয়। কখনও কখনও এমন মানুষেরা দ্বিমুখী আচরণ করে থাকেন। তাঁদের রক্ত মতোই, ব্যক্তিত্বেও বিরল বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। (সূত্র ব্রাইট সাইড) (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

    MORE
    GALLERIES