Blood Pressure Age Chart: নারী-পুরুষ ভেদে ব্লাড প্রেশার 'কত' হলে 'নরম্যাল'? বয়স অনুযায়ী জানুন 'পারফেক্ট' BP লেভেল! চোখ রাখুন চার্টে
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Blood Pressure Age Chart: রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকলে মৃত্যুও হতে পারে। রক্তচাপ নিয়ে প্রায়ই আলোচনা হয়, কিন্তু আপনি কি জানেন রক্তচাপের স্বাভাবিক মাত্রা কত? আসলে সচেতনতার অভাবে 'স্বাভাবিক' রক্তচাপ কী তা অনেকেই জানেন না। আজ এই প্রতিবেদনে চলুন আমরা রক্তচাপ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নিই।
advertisement
advertisement
advertisement
advertisement
এই অনুসারে, সিস্টোলিক চাপ অর্থাৎ সমস্ত প্রাপ্তবয়স্কদের উপরের বিপি লেভেল ১২০ মিমি এইচজি এবং ডায়াস্টোলিক চাপ অর্থাৎ নিম্ন মাত্রা ৮০ মিমি এইচজি বা তার কম হওয়া উচিত। যদি আপনার রক্তচাপ ১২০/৮০ mm Hg হয়, তাহলে তা স্বাভাবিক বলে বিবেচিত হয়। এর বেশি বা কম হলে উচ্চ ও নিম্ন রক্তচাপের সমস্যা আছে বলে অভিহিত হবে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement