Bengali Katkati 15 Minute Recipe: বাংলার নম্বর ১ স্ন্যাক্সস, শীতে গুড়ের কটকটি, হাতে ১৫ মিনিট থাকলেই বানিয়ে নিতে পারেন বাড়িতে, রইল রেসিপি
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
হাতে মিনিট পনেরো সময় থাকলে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন এই বলেন গুড়ের কটকটি। আর যদি দোকানের মতন গুড়ের কটকটি বাড়িতে বানিয়ে ফেলেন তাহলে কেমন হয় জেনে নিন রইল তার রেসিপি।
advertisement
advertisement
advertisement
পরিমাণ মতো ময়দা, নলেন গুড়, বেকিং সোডা আধা চা-চামচ, এবার ময়দাটি শক্ত করে মাখিয়ে নিতে হবে তারপর বেশ কিছুক্ষণ পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। কিছুক্ষণ পর ময়দা একটু বড় সাইজের লুচির থেকে একটু বড় সাইজের লেচি কেটে নিয়ে ব্যালনের সাহায্য বেলে নিতে হবে এবার ছুড়ি দিয়ে শুরু করে কেটে নিতে হবে। এবার একটু কড়া বসিয়ে রিফাইন তেল দিয়ে আঁচ কমিয়ে দিন। তারপর হালকা তিলে আস্তে আস্তে ছুরি দিয়ে কাটা ওইগুলি তেলের মধ্যে ফেলে দিন। তারপর হালকা লাল করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে কোন একটি পাত্রে তুলে নিন।
advertisement