Beauty Tips: এই একটা পাতাতেই ২ দিনে গায়েব হবে ব্রণ, মেলাবে বলিরেখা, ত্বকের সব দাগছোপ,কীভাবে ব্যবহার করবেন? পড়ুন
- Published by:Rukmini Mazumder
- local18
Last Updated:
এই পাতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সর্দি, কাশি নিরাময়েও সাহায্য করে। কাশি বা গলার সংক্রমণ রোধেও এটি উপকারী
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
অধ্যাপক বিনয় খুল্লার বলছেন, অনেকের মুখে ব্রণ, ফুসকুড়ি হয়। সারতেই চায় না। তাঁরা বেদানা গাছের পাতা বেটে পেস্ট বানিয়ে ব্রণ বা ফুসকুড়িতে লাগাতে পারেন। এতে উপকার মিলবে। এখানে বলে রাখা ভাল, বেদানার রস টোনার হিসাবে চমৎকার কাজ করে। ত্বকের ছিদ্র বন্ধ করে মোলায়েম এবং উজ্জ্বল করে। এছাড়া বলিরেখা এবং কালো দাগ সারাতেও এর জুড়ি নেই। ডালিম পাতায় অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি অক্সিড্যান্ট বৈশিষ্ট রয়েছে, তাই চিবিয়ে খেলে মুখের ঘা ভাল হয়ে যায়।
advertisement
এখানেই শেষ নয়। বেদানা গাছের পাতা হজমশক্তি বাড়ায়। অধ্যাপক বিনয় খুল্লার বলছেন, যাঁরা পেটের ব্যথা বা পেট সংক্রান্ত নানা সমস্যায় ভোগেন, তাঁরা ডালিম পাতা ওষুধ হিসাবে খেতে পারেন। এতে উপস্থিত পুষ্টি এবং খনিজ উপাদান হজমের উন্নতিতে সহায়তা করে। পাশাপাশি পর্যাপ্ত শক্তি সরবরাহ করে শরীরে। বদহজম এবং ডায়রিয়ার সমস্যা থেকেও মুক্তি দেয়।