Hair care tips: চুল ঠিকঠাক বাড়ছে তো? ডায়েটে এই খাবারগুলি রাখলে আপনিও হতে পারেন 'রাপুনজেল'
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Hair care tips: দিনে ৫০-১০০ টা চুল উঠে যাওয়া স্বাভাবিক। কিন্তু তার সঙ্গে নতুন চুল গজাচ্ছে কিনা সেদিকেও নজর রাখা দরকার। আর তার জন্য শরীরে চাই পুষ্টি।
একঢাল কালো লম্বা চুল পেতে কে না চায়? কিন্তু ঘন কালো চুল পাওয়া আজকাল ভাগ্যের ব্যাপার। কারণ চুল পড়া, খুশকি ইত্যাদির সমস্যায় জেরবার অনেকেই। বাইরে থেকে বাজার চলতি কিছু জিনিস ব্যবহার করে সাময়িক সমাধান পাওয়া যায় ঠিকই। কিন্তু ভিতর থেকে মজবুত চুল পেতে ডায়েটে নজর দেওয়া প্রয়োজন। দিনে ৫০-১০০ টা চুল উঠে যাওয়া স্বাভাবিক। কিন্তু তার সঙ্গে নতুন চুল গজাচ্ছে কিনা সেদিকেও নজর রাখা দরকার। আর তার জন্য শরীরে চাই পুষ্টি। স্ক্যাল্পে যে রক্ত চলাচল করে সেখান থেকেই পুষ্টি পায় চুলের গোড়া। তাই জেনে নেওয়া যাক ডায়েট কেমন হলে চুলের গ্রোথ ভালো হবে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement