গ্লোয়িং স্কিন চান ? তবে রোজ রাতে করুন এই কাজগুলো

Last Updated:
1/8
 সারা দিন রোদে ঘোরাঘুরি করে কাজ করতে হয়। ফলে ত্বকে যেন একটা কালচে ছাপ পড়ে যাচ্ছে। ছবি: পিক্সঅ্যাবে ৷
সারা দিন রোদে ঘোরাঘুরি করে কাজ করতে হয়। ফলে ত্বকে যেন একটা কালচে ছাপ পড়ে যাচ্ছে। ছবি: পিক্সঅ্যাবে ৷
advertisement
2/8
আবার অনেকে রোদে ঘোরেন না ৷ বরং অফিসের এসি-তেই সময় কাটান। তা সত্ত্বেও ত্বক আর্দ্রতাহীন, ম্যাড়মেড়ে। ছবি: পিক্সঅ্যাবে ৷
আবার অনেকে রোদে ঘোরেন না ৷ বরং অফিসের এসি-তেই সময় কাটান। তা সত্ত্বেও ত্বক আর্দ্রতাহীন, ম্যাড়মেড়ে। ছবি: পিক্সঅ্যাবে ৷
advertisement
3/8
শুধুমাত্র ক্নিনজার বা ময়শ্চারাইজার ব্যবহারেই যে ত্বকের যত্ন নেওয়া হয়ে যায়, এমনটা ভাববেন না যেন। ছবি: পিক্সঅ্যাবে ৷
শুধুমাত্র ক্নিনজার বা ময়শ্চারাইজার ব্যবহারেই যে ত্বকের যত্ন নেওয়া হয়ে যায়, এমনটা ভাববেন না যেন। ছবি: পিক্সঅ্যাবে ৷
advertisement
4/8
কাজের চাপে সময় না পেলে বরং রাতেই নিয়ম করে ত্বকের পরিচর্যা শুরু করুন। জেনে নিন, তা কী ভাবে করবেন। ছবি: পিক্সঅ্যাবে ৷
কাজের চাপে সময় না পেলে বরং রাতেই নিয়ম করে ত্বকের পরিচর্যা শুরু করুন। জেনে নিন, তা কী ভাবে করবেন। ছবি: পিক্সঅ্যাবে ৷
advertisement
5/8
ক্নিনজিংয়ের পর ব্যবহার করুন স্কিন টোনার। টোনার হিসেবে সমস্ত ধরনের ত্বকের জন্যই গোলাপ জল খুবই উপকারী। একটি তুলোর বলে বরফ-ঠান্ডা গোলাপ জল নিয়ে তা দিয়ে মুখ ও ঘাড় মুছে ফেলুন। গ্রিন টি দিয়েও টোনারের কাজ চালাতে পারেন। গ্রিন টিয়ের সঙ্গে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে অ্যান্টি-ব্যাকটেরিয়াল টোনার তৈরি করে নিতে পারেন।ছবি: পিক্সঅ্যাবে ৷
ক্নিনজিংয়ের পর ব্যবহার করুন স্কিন টোনার। টোনার হিসেবে সমস্ত ধরনের ত্বকের জন্যই গোলাপ জল খুবই উপকারী। একটি তুলোর বলে বরফ-ঠান্ডা গোলাপ জল নিয়ে তা দিয়ে মুখ ও ঘাড় মুছে ফেলুন। গ্রিন টি দিয়েও টোনারের কাজ চালাতে পারেন। গ্রিন টিয়ের সঙ্গে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে অ্যান্টি-ব্যাকটেরিয়াল টোনার তৈরি করে নিতে পারেন।ছবি: পিক্সঅ্যাবে ৷
advertisement
6/8
ক্লিনজিং-টোনিংয়ের পর এ বার পালা অ্যান্টি-এজিং সিরাম ব্যবহারের। এই ধরনের সেরামে প্লান্ট পলিফেনলস, কেরোটেনয়েডস এবং ফ্ল্যাভোনয়েডস থাকায় তা ত্বকে বুড়োটে ছাপ পড়তে দেয় না। ফলে ত্বকে উজ্জ্বলতা আসে। পিগমেন্ট কমাতেও সাহায্য করে। ছবি: পিক্সঅ্যাবে ৷
ক্লিনজিং-টোনিংয়ের পর এ বার পালা অ্যান্টি-এজিং সিরাম ব্যবহারের। এই ধরনের সেরামে প্লান্ট পলিফেনলস, কেরোটেনয়েডস এবং ফ্ল্যাভোনয়েডস থাকায় তা ত্বকে বুড়োটে ছাপ পড়তে দেয় না। ফলে ত্বকে উজ্জ্বলতা আসে। পিগমেন্ট কমাতেও সাহায্য করে। ছবি: পিক্সঅ্যাবে ৷
advertisement
7/8
সিরামের পর নাইট ক্রিম নিয়ে প্রথমে কপালে, তার পর একে একে নাকে, গালে, চিবুকে এবং ঘাড়ে মেখে নিন। আঙুল দিয়ে উপরের দিকে সার্কুলার মোশনে মাসাজ করতে থাকুন। এতে রক্ত সঞ্চালন বাড়ার সঙ্গে সঙ্গে ক্রিমের ময়শ্চারাইজার ছড়িয়ে পড়বে গোটা মুখে এবং ঘাড়ে। ছবি: পিক্সঅ্যাবে ৷
সিরামের পর নাইট ক্রিম নিয়ে প্রথমে কপালে, তার পর একে একে নাকে, গালে, চিবুকে এবং ঘাড়ে মেখে নিন। আঙুল দিয়ে উপরের দিকে সার্কুলার মোশনে মাসাজ করতে থাকুন। এতে রক্ত সঞ্চালন বাড়ার সঙ্গে সঙ্গে ক্রিমের ময়শ্চারাইজার ছড়িয়ে পড়বে গোটা মুখে এবং ঘাড়ে। ছবি: পিক্সঅ্যাবে ৷
advertisement
8/8
নাইট ক্রিম মেখেই কাজ সারা হল, এমনটা ভাববেন না। এর পর ৪-৫ ফোঁটা ফেসিয়াল অয়েল আঙুলে নিয়ে নাক থেকে কানের দিকে সার্কুলার মোশনে মাসাজ করুন। ফেসিয়াল অয়েল ময়শ্চারাইজার ধরে রাখতে সাহায্য করবে। ছবি: পিক্সঅ্যাবে ৷
নাইট ক্রিম মেখেই কাজ সারা হল, এমনটা ভাববেন না। এর পর ৪-৫ ফোঁটা ফেসিয়াল অয়েল আঙুলে নিয়ে নাক থেকে কানের দিকে সার্কুলার মোশনে মাসাজ করুন। ফেসিয়াল অয়েল ময়শ্চারাইজার ধরে রাখতে সাহায্য করবে। ছবি: পিক্সঅ্যাবে ৷
advertisement
advertisement
advertisement