Barramundi (Bhetki) Fish Side Effects: ভেটকি ভালোবাসেন...? কিন্তু এই মাছ খেলে শরীরে কী হয় জানেন? প্লেটে তোলার আগে জানুন বিশেষজ্ঞের মত
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Barramundi (Bhetki) Fish Effects: ভেটকি ভালোবাসেন প্রায় সব বাঙালিই। মাছের বাজারে গেলে এই মাছ কম বেশি সারা বছরই চোখে পড়ে। অত্যন্ত সুস্বাদু এই মাছ যেমন পাতুরিতে সেরা তেমনই জিভে জল আসে ভেটকি ঝালেও। জনপ্রিয়তা তুঙ্গে থাকলেও অনেকেই কিন্তু জানেন না এই মাছ খেলে কী হয়? আপনি জানেন তো?
বাঙালির মাছের তালিকায় একরকম শীর্ষে থাকে ইলিশ, চিংড়ি, ভেটকি। ভেটকি ভালোবাসেন প্রায় সব বাঙালিই। মাছের বাজারে গেলে এই মাছ কম বেশি সারা বছরই চোখে পড়ে। অত্যন্ত সুস্বাদু এই মাছ যেমন পাতুরিতে সেরা তেমনই জিভে জল আসে ভেটকি ঝালেও। জনপ্রিয়তা তুঙ্গে থাকলেও অনেকেই কিন্তু জানেন না এই মাছ খেলে কী হয়? আপনি জানেন তো?
advertisement
advertisement
বিশেষজ্ঞদের মতে ভেটকি মাছে রয়েছে প্রভূত পরিমানে উন্নতমানের প্রোটিন, ওমেগা ৩ এবং ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড। শুধু তাই নয়, এতে ভিটামিন এ, বি এবং ডি, খনিজ পদার্থ, ক্যালসিয়াম, জিঙ্ক, লৌহ, পটাসিয়াম, ম্যাগনিসিয়াম এবং সিলেনিয়াম থাকে। এককথায় পুষ্টিগুণের ভাণ্ডার এই মাছ। এবার দেখে নেওয়া যাক, যিনি এই মাছ খাচ্ছেন, তাঁর শরীরে এর প্রভাব পড়তে চলেছে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement







