Bankura Tourism: বাঁকুড়ার বড়দি পাহাড় রূপকথার জগৎ! আজও তার সৌন্দর্য থেকে বঞ্চিত অনেকেই! না দেখলে আপনার বড় মিস
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Bankura Tourism: শীত প্রায় চলে এসেছে। ঠান্ডা কিন্তু বেশ ভালই পড়তে চলেছে । ঠান্ডা ভাল থাকার মানে হল, আপনি ঘুরে দেখতেই পারেন বাঁকুড়ার আনাচে কানাচে।
advertisement
advertisement
advertisement
বাঁকুড়া থেকে রাইপুরের রাস্তায় পড়ে পিড়রগাড়ি মোড়। সেখান থেকে খাতড়া যাওয়ার রাস্তায় ছ’কিমি দূরে চুয়াগাড়া মোড়। ওই মোড় থেকে চার কিলোমিটার গেলেই পাওয়া যাবে নেতুরপুর পঞ্চায়েতের কালাপাথর গ্রাম লাগোয়া বড়দি পাহাড়। তার কোলঘেঁষে বয়ে চলেছে কংসাবতী নদী। নদীর তীরে কালাপাথর গ্রামে রয়েছে একটি ঝর্ণা। স্থানীয় মানুষের কাছে তা কালাঝর্ণা নামে পরিচিত।
advertisement
পর্যটক হারাধন সরকার বলেন,"পাহাড় বাদেও রয়েছে, একটি ইকো রিসোর্ট। এই ইকো রিসোর্ট টিতে রয়েছে সব রকমের ব্যবস্থা। থাকা , খাওয়া, বাচ্চাদের জন্য পার্ক। প্রিয় মানুষের সঙ্গে হাঁটার জন্য সুন্দর রোমান্টিক রাস্তা। মূলত পাহাড় নদী ছাড়াও এই ইকোরিসোরিটি হচ্ছে মূল একটি আকর্ষণের জায়গা। মানুষের ভিড় শীতে স্বাভাবিকভাবেই বেশি! তবে বর্ষাতেও দেখা যায় ভীর।"
advertisement
