Valentine Week 2023: ভালোবাসার রঙে রঙিন হয়ে উঠছে শহর! মনের মানুষকে খুশি করতে তাই সাধ্যের মধ্যেই সাজিয়ে নিন উপহারের ডালি!

Last Updated:
Valentine Day 2023: ভালোবাসার সপ্তাহ মানেই তো ভালোবাসার মানুষটার সঙ্গে সময় কাটানো। শুধু কি তা-ই, সেই সঙ্গে মনের মানুষটাকে খুশি করার জন্য নানা উপহার দেওয়া তো আছেই।
1/11
দোরগোড়ায় ভ্যালেন্টাইনস উইক। আর ভালোবাসার সপ্তাহ মানেই তো ভালোবাসার মানুষটার সঙ্গে সময় কাটানো। শুধু কি তা-ই, সেই সঙ্গে মনের মানুষটাকে খুশি করার জন্য নানা উপহার দেওয়া তো আছেই। এমনিতেই শহরের আনাচ-কানাচ সেজে উঠছে ভালোবাসার রঙে।
দোরগোড়ায় ভ্যালেন্টাইনস উইক। আর ভালোবাসার সপ্তাহ মানেই তো ভালোবাসার মানুষটার সঙ্গে সময় কাটানো। শুধু কি তা-ই, সেই সঙ্গে মনের মানুষটাকে খুশি করার জন্য নানা উপহার দেওয়া তো আছেই। এমনিতেই শহরের আনাচ-কানাচ সেজে উঠছে ভালোবাসার রঙে।
advertisement
2/11
ভ্যালেন্টাইন উইকের অফারও ইতিমধ্যেই আসতে শুরু করেছে। ফলে সঙ্গীকে খুশি করার উপহারটা কিনে রাখাই যেতে পারে। তাই আজ এমন কিছু উপহার সম্পর্কে কথা বলব আমরা, যা কাজেও লাগে, আবার পকেটেও তেমন চাপ পড়বে না। অর্থাৎ বাজেটের মধ্যেই দিব্যি মনের মানুষটাকে উপহারে ভরিয়ে দিয়ে তাঁকে খুশি করে দেওয়া যাবে। দেখে নেওয়া যাক, ১৫০০ টাকার মধ্যে সঙ্গীকে দেওয়ার মতো কিছু উপহারের আইডিয়া।
ভ্যালেন্টাইন উইকের অফারও ইতিমধ্যেই আসতে শুরু করেছে। ফলে সঙ্গীকে খুশি করার উপহারটা কিনে রাখাই যেতে পারে। তাই আজ এমন কিছু উপহার সম্পর্কে কথা বলব আমরা, যা কাজেও লাগে, আবার পকেটেও তেমন চাপ পড়বে না। অর্থাৎ বাজেটের মধ্যেই দিব্যি মনের মানুষটাকে উপহারে ভরিয়ে দিয়ে তাঁকে খুশি করে দেওয়া যাবে। দেখে নেওয়া যাক, ১৫০০ টাকার মধ্যে সঙ্গীকে দেওয়ার মতো কিছু উপহারের আইডিয়া।
advertisement
3/11
ইয়ারবাডস:   ইয়ারবাডস খুবই ভাল একটি উপহার। আর ইয়ারবাডস কিনতে গেলে কিন্তু পকেটের উপর তেমন চাপও পড়বে না। বিভিন্ন ভাল কোম্পানির দারুন সব ইয়ারবাডস মোটামুটি ১২০০ টাকার মধ্যেই পেয়ে যেতে পারেন যে কেউ।
ইয়ারবাডস: ইয়ারবাডস খুবই ভাল একটি উপহার। আর ইয়ারবাডস কিনতে গেলে কিন্তু পকেটের উপর তেমন চাপও পড়বে না। বিভিন্ন ভাল কোম্পানির দারুন সব ইয়ারবাডস মোটামুটি ১২০০ টাকার মধ্যেই পেয়ে যেতে পারেন যে কেউ।
advertisement
4/11
 স্লিক ব্রেসলেট:  ভ্যালেন্টাইন ডে-তে প্রেমিকাকে কী উপহার দেবেন, সেটা ভাবতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছেন অনেকেই। স্লিক ডিজাইনের কিছু ব্রেসলেট রাখা যেতে পারে উপহারের তালিকায়। অনলাইনেই পাওয়া যাবে। আর দামও কিন্তু নাগালের মধ্যে খুব বেশি হলে ৫০০ টাকার মধ্যেই পেয়ে যেতে পারেন এই ধরনের স্লিক ডিজাইনের ব্রেসলেট।
স্লিক ব্রেসলেট: ভ্যালেন্টাইন ডে-তে প্রেমিকাকে কী উপহার দেবেন, সেটা ভাবতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছেন অনেকেই। স্লিক ডিজাইনের কিছু ব্রেসলেট রাখা যেতে পারে উপহারের তালিকায়। অনলাইনেই পাওয়া যাবে। আর দামও কিন্তু নাগালের মধ্যে খুব বেশি হলে ৫০০ টাকার মধ্যেই পেয়ে যেতে পারেন এই ধরনের স্লিক ডিজাইনের ব্রেসলেট।
advertisement
5/11
হুডি:   স্টাইলিশ একটা হুডি পুরুষদের জন্য একেবারে আইডিয়াল এই উপহার। এক রঙা বিশেষ করে কালো রঙের হুডি পেলে যে কেউ খুশি হয়ে যাবেন। আর দামও এমন কিছু বেশি নয়। হুডির দাম ৭০০-র মধ্যে।
হুডি: স্টাইলিশ একটা হুডি পুরুষদের জন্য একেবারে আইডিয়াল এই উপহার। এক রঙা বিশেষ করে কালো রঙের হুডি পেলে যে কেউ খুশি হয়ে যাবেন। আর দামও এমন কিছু বেশি নয়। হুডির দাম ৭০০-র মধ্যে।
advertisement
6/11
হ্যান্ডব্যাগ কিংবা স্লিং ব্যাগ: আপনার প্রেয়সীকে খুশি করতে উপহার দেওয়া যেতে পারে হ্যান্ডব্যাগ কিংবা স্লিং ব্যাগ। আসলে ট্রেন্ডি একটা ব্যাগ পেলে যে কেউ যারপরনাই খুশিই হবেন। কারণ ব্যাগ তো এমনিতেই কাজে লেগে যায়। সঙ্গিনীর পছন্দের রঙ এবং ডিজাইনের ট্রেন্ডি রাউন্ড স্লিং ব্যাগ দেওয়া যেতে পারে। আর এই ধরনের ব্যাগের দাম মোটামুটি ৫০০ টাকা থেকে ৬০০ টাকার মধ্যে।
হ্যান্ডব্যাগ কিংবা স্লিং ব্যাগ: আপনার প্রেয়সীকে খুশি করতে উপহার দেওয়া যেতে পারে হ্যান্ডব্যাগ কিংবা স্লিং ব্যাগ। আসলে ট্রেন্ডি একটা ব্যাগ পেলে যে কেউ যারপরনাই খুশিই হবেন। কারণ ব্যাগ তো এমনিতেই কাজে লেগে যায়। সঙ্গিনীর পছন্দের রঙ এবং ডিজাইনের ট্রেন্ডি রাউন্ড স্লিং ব্যাগ দেওয়া যেতে পারে। আর এই ধরনের ব্যাগের দাম মোটামুটি ৫০০ টাকা থেকে ৬০০ টাকার মধ্যে।
advertisement
7/11
ওয়্যারলেস মিনি স্পিকার: পুরুষ এবং মহিলা সঙ্গী উভয়ের ক্ষেত্রেই ওয়্যারলেস মিনি স্পিকার খুবই ভাল উপহার। আসলে এই ধরনের স্পিকার কাজেও লাগে। রোড ট্রিপে বেরিয়ে পড়ার আগে ব্যাগে ঢুকিয়ে নিলেই হল। আবার ঘরোয়া আড্ডাতেও দুর্দান্ত কাজে আসবে এই ধরনের স্পিকার। আর দামও অবিশ্বাস্য রকম কম। ৮০০ টাকার মধ্যে পাওয়া যাবে ওয়্যারলেস মিনি স্পিকার।
ওয়্যারলেস মিনি স্পিকার: পুরুষ এবং মহিলা সঙ্গী উভয়ের ক্ষেত্রেই ওয়্যারলেস মিনি স্পিকার খুবই ভাল উপহার। আসলে এই ধরনের স্পিকার কাজেও লাগে। রোড ট্রিপে বেরিয়ে পড়ার আগে ব্যাগে ঢুকিয়ে নিলেই হল। আবার ঘরোয়া আড্ডাতেও দুর্দান্ত কাজে আসবে এই ধরনের স্পিকার। আর দামও অবিশ্বাস্য রকম কম। ৮০০ টাকার মধ্যে পাওয়া যাবে ওয়্যারলেস মিনি স্পিকার।
advertisement
8/11
মেক-আপ কিট:  সঙ্গিনী যদি মেক-আপ করতে ভালোবাসেন, তাহলে তো কথাই নেই। সঙ্গীকে সে-ক্ষেত্রে উপহার দেওয়া যেতে পারে একটা মেক-আপ কিট। এই ধরনের মেক-আপ কিটে কী থাকে না। প্রাইমার, ফাউন্ডেশন থেকে শুরু করে আইলাইনার, আইশ্যাডো - সবই থাকে এই কিটে। আর মোটামুটি ভাল কোম্পানির এই মেক-আপ কিট পাওয়া যাবে মাত্র ৫০০ টাকার মধ্যেই।
মেক-আপ কিট: সঙ্গিনী যদি মেক-আপ করতে ভালোবাসেন, তাহলে তো কথাই নেই। সঙ্গীকে সে-ক্ষেত্রে উপহার দেওয়া যেতে পারে একটা মেক-আপ কিট। এই ধরনের মেক-আপ কিটে কী থাকে না। প্রাইমার, ফাউন্ডেশন থেকে শুরু করে আইলাইনার, আইশ্যাডো - সবই থাকে এই কিটে। আর মোটামুটি ভাল কোম্পানির এই মেক-আপ কিট পাওয়া যাবে মাত্র ৫০০ টাকার মধ্যেই।
advertisement
9/11
  মেনস গ্রুমিং কিট:  পুরুষ সঙ্গীটিকে উপহার হিসেবে দেওয়া যেতে পারে পুরুষদের গ্রুমিং কিট। এর মধ্যে কী কী থাকে? আসলে এই ধরনের গ্রুমিং কিটে থাকবে শেভিং ক্রিম, সোপ, শেভিং ব্রাশ, রেজর, স্প্রে। এ-ছাড়া পুরুষদের হাইজিন সম্পর্কিত নানা সামগ্রীও থাকে এই কিটে। ভাল কোম্পানির এই গ্রুমিং কিটের দাম পড়বে ৫০০ টাকা থেকে ৬০০ টাকার মধ্যে।
মেনস গ্রুমিং কিট: পুরুষ সঙ্গীটিকে উপহার হিসেবে দেওয়া যেতে পারে পুরুষদের গ্রুমিং কিট। এর মধ্যে কী কী থাকে? আসলে এই ধরনের গ্রুমিং কিটে থাকবে শেভিং ক্রিম, সোপ, শেভিং ব্রাশ, রেজর, স্প্রে। এ-ছাড়া পুরুষদের হাইজিন সম্পর্কিত নানা সামগ্রীও থাকে এই কিটে। ভাল কোম্পানির এই গ্রুমিং কিটের দাম পড়বে ৫০০ টাকা থেকে ৬০০ টাকার মধ্যে।
advertisement
10/11
ব্র্যান্ডেড ঘড়ি: ব্র্যান্ডেড ও   স্টাইলিশ একটা ঘড়ি পেলে যে কেউ খুশি হবেই। আর পুরো কালো ঘড়ি হলে তো সোনায় সোহাগা। আসলে এমন একটা কালো ঘড়ির শখ তো প্রায় সকলেরই থাকে। আর এই ধরনের ব্র্যান্ডেড ঘড়ি মিলবে ১৫০০ টাকার মধ্যে।
ব্র্যান্ডেড ঘড়ি: ব্র্যান্ডেড ও স্টাইলিশ একটা ঘড়ি পেলে যে কেউ খুশি হবেই। আর পুরো কালো ঘড়ি হলে তো সোনায় সোহাগা। আসলে এমন একটা কালো ঘড়ির শখ তো প্রায় সকলেরই থাকে। আর এই ধরনের ব্র্যান্ডেড ঘড়ি মিলবে ১৫০০ টাকার মধ্যে।
advertisement
11/11
বডিকোন ড্রেস:  স্ত্রী অথবা প্রেমিকাকে এই দিনের জন্য দেওয়া যেতে পারে বডিকোন ড্রেস। যাতে ভ্যালেন্টাইন ডে ডেটে তিনি এটা পরতে পারেন। আর ড্রেসের রঙ যদি কালো হয়, তো কথাই নেই। প্রেম দিবসে চোখ ফেরাতেই পারবেন না প্রেমিকার দিক থেকে। আসলে বডিকোন ড্রেস লুকে একটা আলাদাই মাত্রা যোগ করে। তাই প্রেয়সীকে স্টাইলিশ এবং ক্লাসি লুকে দেখতে চাইলে এই উপহার একেবারে আদর্শ। আর দামও তেমন বেশি নয়। ৫০০ টাকা থেকে ১০০০ টাকার মধ্যেই মিলবে বডিকোন ড্রেস।
বডিকোন ড্রেস: স্ত্রী অথবা প্রেমিকাকে এই দিনের জন্য দেওয়া যেতে পারে বডিকোন ড্রেস। যাতে ভ্যালেন্টাইন ডে ডেটে তিনি এটা পরতে পারেন। আর ড্রেসের রঙ যদি কালো হয়, তো কথাই নেই। প্রেম দিবসে চোখ ফেরাতেই পারবেন না প্রেমিকার দিক থেকে। আসলে বডিকোন ড্রেস লুকে একটা আলাদাই মাত্রা যোগ করে। তাই প্রেয়সীকে স্টাইলিশ এবং ক্লাসি লুকে দেখতে চাইলে এই উপহার একেবারে আদর্শ। আর দামও তেমন বেশি নয়। ৫০০ টাকা থেকে ১০০০ টাকার মধ্যেই মিলবে বডিকোন ড্রেস।
advertisement
advertisement
advertisement