Air Conditioner machine : সামান্য কিছু টিপস মানলেই এসি মেশিন দেদার চালালেও বিদ্যুতের বিল বাড়বে না
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Air Conditioner machine : রইল কিছু টিপস৷ যাতে আপনি দেদার এসি মেশিন চালালেও বিদ্যুৎ বিল থাকবে নিয়ন্ত্রণেই৷
advertisement
advertisement
অনেক সময়েই আমরা কম তাপমাত্রায় বাতানুকূল যন্ত্র চালাই৷ তার পর গরম লাগলে আবার তাপমাত্রা বাড়িয়ে দিই৷ ক্রমাগত বার বার তাপমাত্রা বৃদ্ধি ও হ্রাসের ফলে শীতাতপ যন্ত্রের ফলে বিদ্যুতের বিল বেশি চলে আসে৷ সমস্যা এড়াতে বাতানুকূল যন্ত্রকে স্ট্যান্ডার্ড তাপমাত্রায় রাখুন৷ তাহলে ঘরের তাপমাত্রা ঠিক থাকবে৷ আবার বিল-ও আয়ত্তেই থাকবে৷
advertisement
advertisement