সাবধান! এই ৭টি ফল ফ্রিজে রাখলে হতে পারে বিপদ! শরীরে বাসা বাঁধবে নানা অসুখ! সতর্ক করছেন ডাক্তার!
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
Fruits Storage Alert: আমরা প্রায়ই যেকোনও নষ্ট হওয়ার মতো জিনিস সরাসরি ফ্রিজে ঢুকিয়ে দিই। কিন্তু সব ক্ষেত্রে এটা ঠিক নয়। অনেক খাবার ও ফল আছে, যেগুলো ফ্রিজে রাখলে তাদের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। আবার দীর্ঘদিন ফ্রিজে পড়ে থাকলে কিছু ফলের মধ্যে টক্সিনও তৈরি হতে পারে, যা ধীরে ধীরে শরীরের জন্য ‘মিষ্টি বিষ’-এর মতো কাজ করে।
বাড়িতে আনা ফল ও সবজি বেশি দিন তাজা রাখার জন্য অনেকেই সঙ্গে সঙ্গে ফ্রিজে রেখে দেন। কিন্তু পুষ্টিবিদদের মতে, এই পদ্ধতি সব ফল ও সবজির জন্য ঠিক নয়। কিছু ফল ও সবজি ঠান্ডা তাপমাত্রায় রাখলে তাদের আসল স্বাদ, গন্ধ এবং প্রয়োজনীয় পুষ্টিগুণ কমে যেতে পারে। বিশেষজ্ঞদের মতে, এ কারণেই কিছু জিনিস ঘরের তাপমাত্রায় রাখাই ভালো—ফ্রিজে রাখলে সেগুলোর পুষ্টিমান প্রায় সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে।
advertisement
সবচেয়ে আগে কলার কথা বলি। কলা ঠান্ডা তাপমাত্রার প্রতি খুবই সংবেদনশীল। ফ্রিজে রাখলে এর খোসা দ্রুত কালো হয়ে যায় এবং ভেতরের ফলের স্বাভাবিক নরম ভাবও নষ্ট হয়ে যায়। শুধু তাই নয়, কলায় থাকা প্রাকৃতিক চিনি ও শক্তি জোগানো গুণও কমে যেতে থাকে। তাই কলা সব সময় ঘরের তাপমাত্রায় রাখাই ভালো এবং যত তাড়াতাড়ি সম্ভব খেয়ে নেওয়া উচিত।
advertisement
advertisement
advertisement
ফলের রাজা বলা হয় আমকে। ভারতে এমন মানুষ খুব কমই আছে, যে আম খায় না। কিন্তু প্রশ্ন হল—আম কি ফ্রিজে রাখা উচিত? বিশেষজ্ঞদের মতে, আম ফ্রিজে রাখা মোটেও ভালো নয়। ঠান্ডা পরিবেশে রাখলে আমের স্বাভাবিক পাকার প্রক্রিয়া থেমে যায়। এর ফলে স্বাদ বদলে যায় এবং পুষ্টিগুণও পুরোপুরি বিকশিত হতে পারে না। তাই আমকে সবসময় প্রাকৃতিক উপায়ে, ঘরের তাপমাত্রায় পাকতে দেওয়াই সবচেয়ে ভালো।
advertisement
কমলালেবু একটি সাইট্রাস ফল, যা ভিটামিন সি-তে ভরপুর। ভিটামিন সি আমাদের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বকের জন্যও খুব উপকারী। যারা ত্বকের যত্ন নিয়ে সচেতন, তাদের প্রতিদিন ভিটামিন সি গ্রহণ করা উচিত। তবে কমলা ফ্রিজে রাখার উপযোগী ফল নয়। ফ্রিজে রাখলে কমলার রসের স্বাভাবিক মিষ্টতা কমে যায়। ঘরের তাপমাত্রায় রাখলে কমলার আসল স্বাদ ও গুণাগুণ বজায় থাকে।
advertisement
advertisement
advertisement









