West Bengal Weather Update: উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট। পার্বত্য এলাকার জেলায় বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পংএ হালকা বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা। ঘন কুয়াশা হতে পারে দার্জিলিং ও আলিপুরদুয়ার জেলার কিছু অংশে। দৃশ্যমানতা কোথাও কোথাও ৫০ মিটারে নেমে আসতে পারে।দ ক্ষিণবঙ্গে উত্তর দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুরে কুয়াশার সম্ভাবনা বেশি। মূলত হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস।
-Kolkata Weather Update: আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি বেশি। গতকাল এই তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি তাপমাত্রা । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩১ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
Weather Update: তাপমাত্রার ফের পরিবর্তন হবে। উত্তর-পশ্চিম ভারতে আজ থেকে সোমবার পর্যন্ত তাপমাত্রা আবার নিম্নমুখী হবে। ৩ থেকে ৫ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। সোমবারের পর আবার তাপমাত্রা বাড়বে। পরবর্তী তিন দিনে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। মধ্য ভারতে তাপমাত্রা কমবে। মঙ্গলবার এর মধ্যে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যাবে। পূর্ব ভারতে আগামী পাঁচ দিনের মধ্যে অন্তত ৪/৫ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। Input- Biswajit Saha