West Bengal Weather: বৃষ্টির পর এবার কি শীতের রেকর্ড দাপট বাংলায়? জরুরি পূর্বাভাস দিল হাওয়া অফিস
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
West Bengal Weather: এ বছর কি তবে রেকর্ড পারদ পতন হতে চলেছে কলকাতায়? শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস।
গত কয়েক মাস যাবত বৃষ্টির দাপট সইতে হয়েছে বাংলাকে। এবার পালা শীতের। ইতিমধ্যেই জেলায় জেলায় শীতের আমেজ পাওয়া শুরু গিয়ে গিয়েছে। ১০ বছরের রেকর্ড ভেঙে কলকাতায় শীতলতম অক্টোবরও হয়েছে। আগামী কয়েক দিনও তাপমাত্রা একই থাকবে। সকালের দিকে মনোরম আবহাওয়া। উপকূলের কাছাকাছি ও পার্বত্য এলাকায় শিশির বা কুয়াশা হতে পারে। আপাতত আর বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজ্যে।
advertisement
advertisement
advertisement
আপাতত আগামী চার-পাঁচ দিন পশ্চিমবঙ্গে উত্তুরে হওয়ার প্রভাব ক্রমশ বাড়বে। বঙ্গোপসাগরে সিস্টেম না থাকায় দক্ষিণা বাতাসের প্রভাব কমবে। জলীয় বাষ্পের পরিমাণ কমবে বাতাস থেকে। শুষ্ক আবহাওয়ায় শীতের আগমনের বার্তা রাজ্যে। ইতিমধ্যেই উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার ক্ষেত্রে সকালের দিকে হালকা শীতের আমেজ দেখা দেবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
advertisement