Weather Update: কোথাও ঝোড়ো হাওয়া, কোথাও শিলাবৃষ্টি, সপ্তাহান্তে ফের দুর্যোগ বাংলায়, রইল লেটেস্ট ওয়েদার আপডেট
- Published by:Debalina Datta
Last Updated:
সোমবার সকালেও আকাশের মেঘ কেটে রোদ দেখা গেলেও বেলা বাড়লেই ফের আকাশ ঢাকবে মেঘে৷ ফের হবে বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস৷
কলকাতা: আজকাল জাতীয় রাজধানী সহ দেশের বিভিন্ন রাজ্যে বৃষ্টির প্রক্রিয়া চলছে। কয়েকদিন আগেও তাপমাত্রা বেড়ে যাওয়ায় মানুষ চিন্তিত ছিল। তবে বৃষ্টির কারণে অনেক রাজ্যের তাপমাত্রা কমেছে। আগামী দিনেও এই বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের মতে, আজও উত্তর-পশ্চিম, পূর্ব ভারতে বৃষ্টি ও শিলাবৃষ্টি অব্যাহত থাকবে। ২১ মার্চ পর্যন্ত উত্তর-পূর্ব রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
উত্তরপ্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, রাজস্থান এবং দিল্লির কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিম রাজস্থান, গুজরাত, মহারাষ্ট্র, কর্ণাটক এবং কেরালায় বৃষ্টির কার্যকলাপ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। আবহাওয়া দফতর জানিয়েছে যে পশ্চিম হিমালয় অঞ্চল ছাড়াও আজ পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর প্রদেশ, রাজস্থানে মাঝারি বৃষ্টি ও বজ্রঝড়ের সতর্কতা রয়েছে। এছাড়াও ২১ মার্চ পর্যন্ত উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এবং পূর্ব রাজস্থানে বৃষ্টি ও শিলাবৃষ্টি হবে।
advertisement
২১ মার্চ পর্যন্ত অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আজ বিহারের কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। ২২ মার্চ সন্ধ্যা থেকে, পূর্ব ভারতের বেশিরভাগ অংশে আবহাওয়া পরিষ্কার হতে শুরু করবে। তবে উত্তর-পূর্ব ভারতে তা অব্যাহত থাকতে পারে। তবে ২৩ মার্চের মধ্যে দেশের উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টির তীব্রতা কমবে।