Kalbaisakhi Alert: হাঁসফাঁস গরম থেকে মিলবে মুক্তি! ঝড়ের সতর্কতার সঙ্গে ঝেঁপে বৃষ্টি কবে? বড় আপডেট দিল হাওয়া অফিস

Last Updated:
হাঁসফাঁস গরম থেকে মুক্তি মিলতে চলেছে দক্ষিণবঙ্গে এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। একইসঙ্গে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। রবিবার থেকে ঝড় বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গে।
1/7
কলকাতায় আংশিক মেঘলা আকাশ। স্বাভাবিকের চেয়ে সামান্য নীচে দিনের তাপমাত্রা। রাতের তাপমাত্রা স্বাভাবিকের সামান্য উপরে। ঝড়-বৃষ্টির সম্ভাবনা কমবে বাড়বে উষ্ণতা।
হাঁসফাঁস গরম থেকে মুক্তি মিলতে চলেছে দক্ষিণবঙ্গে এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। একইসঙ্গে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। রবিবার থেকে ঝড় বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গে। আগামী সপ্তাহের শুরুতে কালবৈশাখীর সতর্কতা ।
advertisement
2/7
*পশ্চিমের জেলাগুলির পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলিতে ও তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়া। আপাতত উপকূলবর্তী জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা নেই। ফলের এই ভ্যাপসা গরমের হাট থেকে চলতে সপ্তাহে রেহাই মিলবে না দক্ষিণবঙ্গবাসীর। ফাইল ছবি।
আজ এবং কাল তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে দক্ষিণবঙ্গের ছয় থেকে সাত জেলা এবং উত্তরবঙ্গের এক জেলাতে। এই জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অথবা স্বাভাবিকের তুলনায় পাঁচ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি থাকতে পারে।
advertisement
3/7
*হাওয়া অফিসে রিপোর্ট অন্তত এমনই ইঙ্গিত দিয়েছে। আলিপুর হাওয়া অফিসে রিপোর্টে জানা যায়, কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জেলায় জেলায় এক ধাক্কায় প্রায় ৪ থেকে ৫ ডিগ্রি তাপমাত্রা বাড়বে। আপাতত এপ্রিলের শেষ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। ফাইল ছবি। 
বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং মালদা এই জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতির পূর্বাভাস।
advertisement
4/7
আবহাওয়ার কার্যকলাপ: মৌসম বিভাগের পূর্বাভাস বলছে, ঘূর্ণাবর্তের ত্রিফলা রয়েছে দেশের আবহাওয়ায়। রাজস্থান, অসম এবং বাংলাদেশে অবস্থান করছে ঘূর্ণাবর্ত। নিম্নচাপ অক্ষরেখাতেও ত্রিফলার প্রভাব পড়তে চলেছে। উত্তর দক্ষিণ নিম্নচাপ অক্ষরেখা অসম, থেকে ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত এটি পূর্ব বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে।
দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সতর্কতা। রবিবার থেকে সোমবার এর মধ্যে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। ব্জ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাত ও শিলাবৃষ্টির পূর্বাভাস।
advertisement
5/7
উত্তর বাংলাদেশের উপর ঘূর্ণাবর্ত সক্রিয়। এই ঘূর্ণাবর্ত মালদহ ও দিনাজপুরের উপরেও রয়েছে। ঝাড়খণ্ড থেকে মধ্য অসম পর্যন্ত একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা বিস্তৃত। এই অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ঘূর্ণাবর্তের ওপর দিয়ে গিয়েছে। এর টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। বাংলা জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে।
বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনা জেলায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইতে পারে। বাকি জেলাতেও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে দমকা বাতাস বইবে। কলকাতাতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ের পূর্বাভাস। মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
advertisement
6/7
 অন্যদিকে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং,আলিপুরদুয়ার , জলপাইগুড়ি এবং কোচবিহারে।
অন্যদিকে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং,আলিপুরদুয়ার , জলপাইগুড়ি এবং কোচবিহারে।
advertisement
7/7
উত্তর দক্ষিণ অক্ষরেখা মধ্যপ্রদেশ থেকে গাল্ফ অফ মান্নার পর্যন্ত বিস্তৃত যেটি বিদর্ভ, কর্ণাটক তামিলনাডু ও তেলেঙ্গানার উপর দিয়ে বিস্তৃত। রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত আরও একটি অক্ষরেখা রয়েছে যেটি উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে।
শনিবার থেকে সোমবার ঝড় বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসে বইতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে। দার্জিলিং সহ বাকি জেলাতে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।
advertisement
advertisement
advertisement