ভোট পোশাকে জমজমাট ভোট বাজার, দেখে নিন

Last Updated:
ভোট পোশাকে জমজমাট ভোট বাজার, দেখে নিন
1/8
একেই বলে অভিনব প্রচার ৷ ছাতা থেকে জামা, শাড়ি থেকে ব্যাচ ৷ সবেতেই দলের চিহ্ন ৷ সাধারণের কাছে সহজে পৌঁছে যাওয়ার এক দারুণ পন্থা ৷ ভোটের আগেই ভোট বাজার জমজমাট !
একেই বলে অভিনব প্রচার ৷ ছাতা থেকে জামা, শাড়ি থেকে ব্যাচ ৷ সবেতেই দলের চিহ্ন ৷ সাধারণের কাছে সহজে পৌঁছে যাওয়ার এক দারুণ পন্থা ৷ ভোটের আগেই ভোট বাজার জমজমাট !
advertisement
2/8
তালিকায় রয়েছে  উত্তরিয়ও ৷ তৃণমূলের ঘাসফুল হোক বা বামফ্রন্টের কাস্তে-হাতুরি-তারা কিংবা বিজেপির পদ্ম ৷ সাদা পঞ্জাবির সঙ্গে গলায় ঝুললে, নেতাদের চেহারায় আলাদা চমক তো আসবেই ৷ ভোট পরিবেশে স্টাইল আনতে এই উত্তরিয় কিন্তু মাস্ট ৷ কোথায় পাবেন? সবুর করুন ৷ বলছি ৷ দেখুন পরের ছবি ৷
তালিকায় রয়েছে উত্তরিয়ও ৷ তৃণমূলের ঘাসফুল হোক বা বামফ্রন্টের কাস্তে-হাতুরি-তারা কিংবা বিজেপির পদ্ম ৷ সাদা পঞ্জাবির সঙ্গে গলায় ঝুললে, নেতাদের চেহারায় আলাদা চমক তো আসবেই ৷ ভোট পরিবেশে স্টাইল আনতে এই উত্তরিয় কিন্তু মাস্ট ৷ কোথায় পাবেন? সবুর করুন ৷ বলছি ৷ দেখুন পরের ছবি ৷
advertisement
3/8
ভোট বাজারে সুপারহিট তৃণমূল শাড়ি ৷ সাদা শাড়ির পারে ঘাসফুল ছাপ ৷ ভোট প্রচারে দারুণ জনপ্রিয় এই শাড়ি !
ভোট বাজারে সুপারহিট তৃণমূল শাড়ি ৷ সাদা শাড়ির পারে ঘাসফুল ছাপ ৷ ভোট প্রচারে দারুণ জনপ্রিয় এই শাড়ি !
advertisement
4/8
তবে শুধু মহিলাদের জন্যই নয়, পুরুষদের জন্যও রয়েছে তৃণমূল টিশার্ট ৷ সাদা গোলগলা শার্টে ঘাসফুল ছাপ ৷ সঙ্গে ‘মা-মাটি-মানুষ’ স্লোগান ৷ কোথায় পাবেন ?
তবে শুধু মহিলাদের জন্যই নয়, পুরুষদের জন্যও রয়েছে তৃণমূল টিশার্ট ৷ সাদা গোলগলা শার্টে ঘাসফুল ছাপ ৷ সঙ্গে ‘মা-মাটি-মানুষ’ স্লোগান ৷ কোথায় পাবেন ?
advertisement
5/8
তবে শুধু শাড়ি, টিশার্টে আটকে থাকেনি ভোট বাজার ৷ রয়েছে বিশেষ ব্যাচও ৷ ব্যাচে দলীয় প্রার্থীদের যেমন রয়েছে ছবি ৷ তেমনি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ কার বিক্রি বেশি ? নজর রাখুন
তবে শুধু শাড়ি, টিশার্টে আটকে থাকেনি ভোট বাজার ৷ রয়েছে বিশেষ ব্যাচও ৷ ব্যাচে দলীয় প্রার্থীদের যেমন রয়েছে ছবি ৷ তেমনি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ কার বিক্রি বেশি ? নজর রাখুন
advertisement
6/8
রোদে রোদে ঘুরে প্রচার পর্ব ? চিন্তা নেই ৷ নেতা থেকে কর্মী, সবার জন্য ভোট বাজারে ছাতা ৷ তালিকায় রয়েছে তৃণমূল ছাতা, বামফ্রন্ট ছাতা, পদ্ম আঁকা বিজেপি ছাতাও ৷
রোদে রোদে ঘুরে প্রচার পর্ব ? চিন্তা নেই ৷ নেতা থেকে কর্মী, সবার জন্য ভোট বাজারে ছাতা ৷ তালিকায় রয়েছে তৃণমূল ছাতা, বামফ্রন্ট ছাতা, পদ্ম আঁকা বিজেপি ছাতাও ৷
advertisement
7/8
নরেন্দ্র মোদি-র ছবি আঁকা টিশার্ট চাই? তাও মিলবে বাজারে ৷ শুধু পছন্দ করুন ৷ কোন টিশার্টটি কিনবেন তা একবার ঠিক করে ফেললেই হয় ৷
নরেন্দ্র মোদি-র ছবি আঁকা টিশার্ট চাই? তাও মিলবে বাজারে ৷ শুধু পছন্দ করুন ৷ কোন টিশার্টটি কিনবেন তা একবার ঠিক করে ফেললেই হয় ৷
advertisement
8/8
ভোটের লড়াইয়ে রয়েছে যেমন, শাড়ির লড়াইয়েও বাদ থাকে কীভাবে ? তাই ভোট বাজারে হাজির কাস্তে-হাতুরি-তারা শাড়িও ৷ পাবেন কলকাতার বড়বাজার এলাকায় !
ভোটের লড়াইয়ে রয়েছে যেমন, শাড়ির লড়াইয়েও বাদ থাকে কীভাবে ? তাই ভোট বাজারে হাজির কাস্তে-হাতুরি-তারা শাড়িও ৷ পাবেন কলকাতার বড়বাজার এলাকায় !
advertisement
advertisement
advertisement