Sweet Recipe: বাইরে নরম, তুলতুলে...কামড় দিলেই মুখে মিষ্টির বিস্ফোরণ! বলুন তো কোন মিষ্টি? শিখে নিন রেসিপি
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Rintu Panja
Last Updated:
নরম তুলতুলে রসাল এই জিনিস খেতে পছন্দ করেন আট থেকে আশি সকলেই ।
advertisement
advertisement
advertisement
কি কি উপকরণ লাগে ও কিভাবে এই মালপোয়া তৈরি হয়?আসুন জেনে নেওয়া যাক। প্রথমে পাকা কলা, নারকেলের মধ্যে চালগুঁড়া চাইলে আপনি আটা দিতে পারেন তার সঙ্গে চিনি, দুধ দিয়ে জল মিশিয়ে ভাল করে মেখে নেওয়া হয়। এর পরে সেই মেখে রাখার উপকরণের উপরে লবঙ্গ এলাচ ইত্যাদি দেওয়া হয়। এর পরে হাতে একটু ডিসাইন করে তেলে ভাজা হয় ভিতর টা থাকে নরম ও তুলতুলে। এর পরে ভাজা হয়ে যাওয়ার পরে মিষ্টি রসে ডুবিয়ে রাখা হয় কিছুক্ষন। তারপরে পরিবেশন করা হয়।(ছবি ও তথ্য - রিন্টু পাঁজা)
advertisement
advertisement