Bengal Saree GI Tag: বঙ্গের মাথায় নয়া পালক! তিন-তিনটে শাড়ি পেল জিআই ট্যাগ! জানুন কোনগুলি?

Last Updated:
Bengal Saree GI Tag: নদিয়া ও পূর্ব বর্ধমানের টাঙ্গাইল, মুর্শিদাবাদ ও বীরভূমের কড়িয়াল ও গরদকে দেওয়া হয়েছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই ট্যাগ।
1/6
বছরের শুরুতেই একগুচ্ছ সুখবর শাড়ি-প্রেমী বাঙালির জন‍্য। বাংলার তিনটে শাড়ি এবার পেল জিআই ট্যাগ।
বছরের শুরুতেই একগুচ্ছ সুখবর শাড়ি-প্রেমী বাঙালির জন‍্য। বাংলার তিনটে শাড়ি এবার পেল জিআই ট্যাগ।
advertisement
2/6
নদিয়া ও পূর্ব বর্ধমানের টাঙ্গাইল, মুর্শিদাবাদ ও বীরভূমের কড়িয়াল ও গরদকে দেওয়া হয়েছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই ট্যাগ।
নদিয়া ও পূর্ব বর্ধমানের টাঙ্গাইল, মুর্শিদাবাদ ও বীরভূমের কড়িয়াল ও গরদকে দেওয়া হয়েছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই ট্যাগ।
advertisement
3/6
বাংলাদেশে টাঙ্গাইল শাড়ি প্রথম বোনা হয়। তারপর উনবিংশ শতাব্দীর শেষদিকে পশ্চিমবঙ্গে আসে সেই। অফ হোয়াইট, হালকা রঙের উপর বোনা হয় এই টাঙ্গাইল শাড়ি।
বাংলাদেশে টাঙ্গাইল শাড়ি প্রথম বোনা হয়। তারপর উনবিংশ শতাব্দীর শেষদিকে পশ্চিমবঙ্গে আসে সেই। অফ হোয়াইট, হালকা রঙের উপর বোনা হয় এই টাঙ্গাইল শাড়ি।
advertisement
4/6
আমরা গরদ শাড়ি সাধারণত লাল পাড় সাদা শাড়ি-ই দেখি। আর এই শাড়ি হল বাঙালিদের ঐতিহ্য। পুজো-পার্বণ এবং বিশেষ যে কোনও অনুষ্ঠানে বাঙালিরা এই লাল-সাদা শাড়ি পরেন। বর্তমানে এই লাল পাড় সাদা শাড়িতেও এসেছে অনেক বৈচিত্র্য। বীরভূমেই বোনা হয় এই গরদ শাড়ি।
আমরা গরদ শাড়ি সাধারণত লাল পাড় সাদা শাড়ি-ই দেখি। আর এই শাড়ি হল বাঙালিদের ঐতিহ্য। পুজো-পার্বণ এবং বিশেষ যে কোনও অনুষ্ঠানে বাঙালিরা এই লাল-সাদা শাড়ি পরেন। বর্তমানে এই লাল পাড় সাদা শাড়িতেও এসেছে অনেক বৈচিত্র্য। বীরভূমেই বোনা হয় এই গরদ শাড়ি।
advertisement
5/6
বর্তমানে খুবই প্রচলিত কড়িয়াল বেনারসি। আর এই কড়িয়াল হল মুর্শিদাবাদ সিল্ক। এই শাড়ির স্টাইল হল পাটলি পল্লু। তার মানে কুঁচি আর বডির নকশা আলাদা।
বর্তমানে খুবই প্রচলিত কড়িয়াল বেনারসি। আর এই কড়িয়াল হল মুর্শিদাবাদ সিল্ক। এই শাড়ির স্টাইল হল পাটলি পল্লু। তার মানে কুঁচি আর বডির নকশা আলাদা।
advertisement
6/6
চলতি বছরের শুরুতেই বঙ্গের পাঁচটি জিনিস জিআই ট্যাগের স্বীকৃতি পেল। শাড়ি ছাড়াও এই তালিকায় রয়েছে সুন্দরবনের মধু এবং উত্তরবঙ্গের সুগন্ধি কালোনুনিয়া চালও।
চলতি বছরের শুরুতেই বঙ্গের পাঁচটি জিনিস জিআই ট্যাগের স্বীকৃতি পেল। শাড়ি ছাড়াও এই তালিকায় রয়েছে সুন্দরবনের মধু এবং উত্তরবঙ্গের সুগন্ধি কালোনুনিয়া চালও।
advertisement
advertisement
advertisement