Sandip Ghosh: সিবিআই-এর নজরে সন্দীপের প্রাইভেট প্র্যাকটিস! সেখান থেকে কত আয় হত সন্দীপের ?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:Arpita Hazra
Last Updated:
Sandip Ghosh Private Practice: আরজি করের অধ্যক্ষ। তারপরেও চুটিয়ে প্রাইভেট প্র্যাকটিস। অভিযোগ সন্দীপ ঘোষ একাধিক জায়গায় রোগী দেখতেন। সন্দীপের এই প্রাইভেট প্র্যাকটিস এখন সিবিআই স্ক্যানারে।
সরকারি চিকিৎসক। আরজি করের অধ্যক্ষ। তারপরেও চুটিয়ে প্রাইভেট প্র্যাকটিস। অভিযোগ সন্দীপ ঘোষ একাধিক জায়গায় রোগী দেখতেন। সন্দীপের এই প্রাইভেট প্র্যাকটিস এখন সিবিআই স্ক্যানারে। তিনি কোথায় কত রোগী দেখতেন। কত টাকা ফিজ নিতেন। এইসব বিষয়ে নথি সংগ্রহর কাজ শুরু করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তাঁরা জানতে চাইছেন, প্রাইভেট প্র্যাকটিস থেকে সন্দীপের কত আয় হত।
advertisement
সন্দীপ ঘোষ। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। তাঁর বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। এও অভিযোগ, সরকারি হাসপাতালের চিকিৎসক এবং আরজি করের অধ্যক্ষ হয়েও তিনি একাধিক জায়গায় প্রাইভেট প্র্যাকটিস করতেন। সিবিআইয়ের নজরে সন্দীপের এই প্রাইভেট প্র্যাকটিস। কেন্দ্রীয় গোয়েন্দারা খোঁজ করছেন, কোথায় কোথায় প্রাইভেট প্র্যাকটিস করতেন সন্দীপ ঘোষ? একেকটি চেম্বারে কতজন রোগী দেখতেন? রোগীদের থেকে কত টাকা ফিজ নিতেন? প্রাইইভেট প্র্যাকটিস থেকে মাসে কত টাকা রোজগার হত ? এ সব বিষয়ে নথি সংগ্রহের কাজ শুরু করে দিয়েছে সিবিআই। অভিযোগ, সন্দীপ ঘোষ প্রেসক্রিপশনে নিজের নাম লিখতেন না। প্রেসক্রিপশনে শুধু লেখা থাকত ডক্টর এস ঘোষ ৷
advertisement
প্রেসক্রিপশনে ডাক্তারের রেজিস্ট্রেশন নম্বর লেখা বাধ্যতামূলক। কিন্তু, সন্দীপের প্রেসক্রিপশনে তা থাকত না বলেই অভিযোগ ৷ নিজের পিঠ বাঁচাতেই কি এ ভাবে প্রাইভেট প্র্যাকটিস করতেন সন্দীপ ঘোষ। খতিয়ে দেখছে সিবিআই। ইতিমধ্যেই তারা দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থেকে নথি সংগ্রহ করেছে। গত সোমবার এই ক্লিনিকের খবর দেখানো হয়। নিউজ18 বাংলায় এক্সক্লুসিভ।
advertisement
এই প্রেসক্রিপশনেই স্পষ্ট, ৮ অগাস্ট অর্থাৎ, চিকিৎসক তরুণীর দেহ উদ্ধারের আগের দিনও বারুইপুরের ক্লিনিকে রোগী দেখেন সন্দীপ ঘোষ। সিবিআইয়েরও দাবি, দেহ উদ্ধারের আগের দিন বারুইপুরে দেখা গিয়েছে সন্দীপের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন। শুধু তাই নয়, গত কয়েক মাসে বারবার সন্দীপের ফোনের টাওয়ার লোকেশন দেখা গেছে বারুইপুরের স্টেশন লাগোয়া এলাকায়।
advertisement