শহরে খুলল স্যালোঁ, চুলের যত্ন করতে হাজির অভিনেতা কাঞ্চন! দেখুন কীভাবে চলছে কাজ

Last Updated:
লকডাউন ৪-এ পার্লার খোলার অনুমতি মিলেছে, তাই অভিনেতাও পৌঁছে গিয়েছেন সেখানে৷
1/6
শহরে খুলেছে স্যালোঁ৷ নিজের পরিচর্যা করতে হাজির হয়েছেন অভিনেতা কাঞ্চন মল্লিক! Photo Courtesy: Facebook
শহরে খুলেছে স্যালোঁ৷ নিজের পরিচর্যা করতে হাজির হয়েছেন অভিনেতা কাঞ্চন মল্লিক! Photo Courtesy: Facebook
advertisement
2/6
শহরের নামজাদা স্টাইলিস্ট জলি চন্দের স্যালোঁ গেলেন কাঞ্চন৷ নিময় মেনে মাস্ক পরেই তিনি হাজির হলেন জলির স্যাটিন৷ সেখানে চুলে রং থেকে শুরু করে চুক কাটা এবং নেইল ফাইলিং-ও করেছেন অভিনেতা৷ Photo Courtesy: Facebook
শহরের নামজাদা স্টাইলিস্ট জলি চন্দের স্যালোঁ গেলেন কাঞ্চন৷ নিময় মেনে মাস্ক পরেই তিনি হাজির হলেন জলির স্যাটিন৷ সেখানে চুলে রং থেকে শুরু করে চুক কাটা এবং নেইল ফাইলিং-ও করেছেন অভিনেতা৷ Photo Courtesy: Facebook
advertisement
3/6
শহরে স্যালোঁ খোলার অনুমতি মিলেছে সোমবার৷ অর্থাৎ চতুর্থদফার লকডাউনে কিছুটা শিথিল হয়েছে নিয়ম৷ সেখানে স্যালোঁ খোলার অনুমতি মিলেছে৷ তাই নিজের স্যালোঁ স্যাটিন রোজ খুলেছেন জলি চন্দ৷ Photo Courtesy: Facebook
শহরে স্যালোঁ খোলার অনুমতি মিলেছে সোমবার৷ অর্থাৎ চতুর্থদফার লকডাউনে কিছুটা শিথিল হয়েছে নিয়ম৷ সেখানে স্যালোঁ খোলার অনুমতি মিলেছে৷ তাই নিজের স্যালোঁ স্যাটিন রোজ খুলেছেন জলি চন্দ৷ Photo Courtesy: Facebook
advertisement
4/6
তবে সব রকম সতর্কতামূলক ব্যবস্থা করা হয়েছে তাঁর পার্লারে, জানিয়েছেন তিনি৷ ইতিমধ্যেই পুরো জায়গাটি স্যানিটাইজ করা হয়েছে৷ ছুরি-কাঁচি সহ প্রয়োজনীয় জিনিস স্টেরেলাইজ করা হয়েছে৷ যারা আসতে শুরু করেছেন তাদের হাতে স্যানিটাইজ করা হচ্ছে৷ যে সব তোয়ালে বা টিস্যু ব্যবহার করা হচ্ছে, সেগুলি একবারের বেশি ব্যবহার হচ্ছে না৷ Photo Courtesy: Facebook
তবে সব রকম সতর্কতামূলক ব্যবস্থা করা হয়েছে তাঁর পার্লারে, জানিয়েছেন তিনি৷ ইতিমধ্যেই পুরো জায়গাটি স্যানিটাইজ করা হয়েছে৷ ছুরি-কাঁচি সহ প্রয়োজনীয় জিনিস স্টেরেলাইজ করা হয়েছে৷ যারা আসতে শুরু করেছেন তাদের হাতে স্যানিটাইজ করা হচ্ছে৷ যে সব তোয়ালে বা টিস্যু ব্যবহার করা হচ্ছে, সেগুলি একবারের বেশি ব্যবহার হচ্ছে না৷ Photo Courtesy: Facebook
advertisement
5/6
এছাড়া যারা এই কাজের সঙ্গে যুক্ত, তারা গ্লাভস, ফেস শিলড পরছেন৷ স্যালোঁর বাইরে একটি ঘরের ব্যবস্থা করা হয়েছে যেখান থেকে জামা পাল্টে ইউনিফর্ম পরেই তারা ভিতরে ঢুকছেন৷ আপাতত সন্ধে ৬টায় বন্ধ হচ্ছে পার্লার৷ Photo Courtesy: Facebook
এছাড়া যারা এই কাজের সঙ্গে যুক্ত, তারা গ্লাভস, ফেস শিলড পরছেন৷ স্যালোঁর বাইরে একটি ঘরের ব্যবস্থা করা হয়েছে যেখান থেকে জামা পাল্টে ইউনিফর্ম পরেই তারা ভিতরে ঢুকছেন৷ আপাতত সন্ধে ৬টায় বন্ধ হচ্ছে পার্লার৷ Photo Courtesy: Facebook
advertisement
6/6
স্যালোঁতে ভিড় থামাতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হচ্ছে৷ এক সময় অনেককে একসঙ্গে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না৷ বাড়তি এই সব ব্যবস্থার জন্য কী দাম বাড়ানো হবে? আপাতত তেমন কোনও ভাবনা নেই বলে জানিয়েছেন জলি৷ তবে স্যানিটাইজ করা বা অন্য সব কিছুর জন্য খরচ বেড়েছে৷ ভবিষ্যতে কী হবে, সেটা এখনই তিনি বলতে পারছেন না৷ তবে এটা জানানো হয়েছে যে কেু যদি নিজে চান তাহলে নিজের চিরুণি, বা তোয়ালে নিয়ে আসতে পারেন৷ Photo Courtesy: Facebook
স্যালোঁতে ভিড় থামাতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হচ্ছে৷ এক সময় অনেককে একসঙ্গে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না৷ বাড়তি এই সব ব্যবস্থার জন্য কী দাম বাড়ানো হবে? আপাতত তেমন কোনও ভাবনা নেই বলে জানিয়েছেন জলি৷ তবে স্যানিটাইজ করা বা অন্য সব কিছুর জন্য খরচ বেড়েছে৷ ভবিষ্যতে কী হবে, সেটা এখনই তিনি বলতে পারছেন না৷ তবে এটা জানানো হয়েছে যে কেু যদি নিজে চান তাহলে নিজের চিরুণি, বা তোয়ালে নিয়ে আসতে পারেন৷ Photo Courtesy: Facebook
advertisement
advertisement
advertisement