Road accident: বাইপাসে দুর্ঘটনা! অ্যাপ ক্যাবে ধাক্কা বেপরোয়া গাড়ির, ভেঙে চুরমার দুই গাড়ি, আহত যাত্রী

Last Updated:
Road accident: ইস্টার্ন বাইপাসে দুর্ঘটনা। সিগন্যালে দাঁড়িয়ে থাকা অ্যাপ ক্যাবে সজোরে ধাক্কা সিগন্যাল ফেল করা গাড়ির।
1/5
ইস্টার্ন বাইপাসে দুর্ঘটনা। সিগন্যালে দাঁড়িয়ে থাকা অ্যাপ ক্যাবে সজোরে ধাক্কা সিগন্যাল ফেল করা গাড়ির। অ্যাপ ক্যাব যাত্রী নিয়ে বেহালা থেকে বিমানবন্দর যাচ্ছিল। প্রতীকী ছবি
ইস্টার্ন বাইপাসে দুর্ঘটনা। সিগন্যালে দাঁড়িয়ে থাকা অ্যাপ ক্যাবে সজোরে ধাক্কা সিগন্যাল ফেল করা গাড়ির। অ্যাপ ক্যাব যাত্রী নিয়ে বেহালা থেকে বিমানবন্দর যাচ্ছিল। প্রতীকী ছবি
advertisement
2/5
পিছনে ধাক্কা মারে পিকনিক গার্ডেন থেকে বিমানবন্দর গামী একটি গাড়ি। অ্যাপ ক্যাব সল্টলেক স্টেডিয়ামের সামনে সুভাষ সরোবরের সিগন্যাল লাল হওয়ার দাঁড়িয়ে যায়।
পিছনে ধাক্কা মারে পিকনিক গার্ডেন থেকে বিমানবন্দর গামী একটি গাড়ি। অ্যাপ ক্যাব সল্টলেক স্টেডিয়ামের সামনে সুভাষ সরোবরের সিগন্যাল লাল হওয়ার দাঁড়িয়ে যায়।
advertisement
3/5
পিছনের গাড়ি কমপক্ষে ৮০ কিলোমিটার আসছিল। সজোরে ধাক্কা মারে অ্যাপক্যাবে। পিছনের গাড়ির এয়ার ব্যাগ বেরিয়ে যায়।
পিছনের গাড়ি কমপক্ষে ৮০ কিলোমিটার আসছিল। সজোরে ধাক্কা মারে অ্যাপক্যাবে। পিছনের গাড়ির এয়ার ব্যাগ বেরিয়ে যায়। 
advertisement
4/5
দুটি গাড়িই ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ। অ্যাপ ক্যাবের ৩ যাত্রীর মধ্যে পিছনে বসে থাকা যাত্রী আহত হন। বাকি যাত্রীরা অক্ষত রয়েছেন। চালক মদ্যপ ছিল কিনা পরীক্ষা করে দেখছে পুলিশ।
দুটি গাড়িই ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ। অ্যাপ ক্যাবের ৩ যাত্রীর মধ্যে পিছনে বসে থাকা যাত্রী আহত হন। বাকি যাত্রীরা অক্ষত রয়েছেন। চালক মদ্যপ ছিল কিনা পরীক্ষা করে দেখছে পুলিশ।
advertisement
5/5
অ্যাপ ক্যাব চালকের অভিযোগের ভিত্তিতে বেপরোয়া ড্রাইভিংয়ের অভিযোগ দায়ের হয়েছে বেলেঘাটা ট্র্যাফিক গার্ডে। Image: Representative (AI-ChatGPT)
অ্যাপ ক্যাব চালকের অভিযোগের ভিত্তিতে বেপরোয়া ড্রাইভিংয়ের অভিযোগ দায়ের হয়েছে বেলেঘাটা ট্র্যাফিক গার্ডে। Image: Representative (AI-ChatGPT)
advertisement
advertisement
advertisement