পিছিয়ে বাংলা মাধ্যম, ইঞ্জিনিয়ারিং জয়েন্টের মেধাতলিকায় জায়গা পেলেন রাজ্য বোর্ডের মাত্র ১ জন

Last Updated:
1/7
ইঞ্জিনিয়ারিং জয়েন্টের মেধাতালিকায় পিছিয়ে পড়লেন রাজ্য বোর্ডের পরীক্ষার্থীরা। প্রথম দশে মাত্র একজনই বাংলা মাধ্যমের পড়ুয়া। বাকি ন’জনই CBSE, ISC বোর্ডের। উচ্চমাধ্যমিকে রেকর্ড নম্বর পেয়েও কেন জয়েন্টের মেধা তালিকায় ঢুকতে ব্যর্থ রাজ্য বোর্ডের পড়ুয়ারা? উদ্বিগ্ন রাজ্য সিলেবাস বোর্ডের চেয়ারম্যান।  প্রতীকী চিত্র ৷
ইঞ্জিনিয়ারিং জয়েন্টের মেধাতালিকায় পিছিয়ে পড়লেন রাজ্য বোর্ডের পরীক্ষার্থীরা। প্রথম দশে মাত্র একজনই বাংলা মাধ্যমের পড়ুয়া। বাকি ন’জনই CBSE, ISC বোর্ডের। উচ্চমাধ্যমিকে রেকর্ড নম্বর পেয়েও কেন জয়েন্টের মেধা তালিকায় ঢুকতে ব্যর্থ রাজ্য বোর্ডের পড়ুয়ারা? উদ্বিগ্ন রাজ্য সিলেবাস বোর্ডের চেয়ারম্যান। প্রতীকী চিত্র ৷
advertisement
2/7
২৪ দিনের মাথায় এবারের ইঞ্জিনিয়ারিং জয়েন্টের ফল প্রকাশ করল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।  এবারে মোট পরীক্ষার্থী ছিলেন ৮০,৯৮৯ জন ৷ র‍্যাঙ্ক পেয়েছেন ৮০,৫৮০ জন পরীক্ষার্থী ৷ প্রতীকী ছবি ৷
২৪ দিনের মাথায় এবারের ইঞ্জিনিয়ারিং জয়েন্টের ফল প্রকাশ করল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবারে মোট পরীক্ষার্থী ছিলেন ৮০,৯৮৯ জন ৷ র‍্যাঙ্ক পেয়েছেন ৮০,৫৮০ জন পরীক্ষার্থী ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/7
 প্রথম দশে জায়গা পেয়েছেন দুর্গাপুরের হেমশীলা মডেল স্কুলের তিন ছাত্র। প্রথম হয়েছেন দুর্গাপুরের হেমশীলা মডেল স্কুলের ছাত্র সোহম মিস্ত্রি ৷ দ্বিতীয় কলকাতা সাউথ পয়েন্ট হাইস্কুলের তমোজিৎ বন্দ্যোপাধ্যায় ও তৃতীয় হয়েছেন দুর্গাপুরের হেমশীলা মডেল স্কুলের কৌস্তভ সেন ৷ Representative Image
প্রথম দশে জায়গা পেয়েছেন দুর্গাপুরের হেমশীলা মডেল স্কুলের তিন ছাত্র। প্রথম হয়েছেন দুর্গাপুরের হেমশীলা মডেল স্কুলের ছাত্র সোহম মিস্ত্রি ৷ দ্বিতীয় কলকাতা সাউথ পয়েন্ট হাইস্কুলের তমোজিৎ বন্দ্যোপাধ্যায় ও তৃতীয় হয়েছেন দুর্গাপুরের হেমশীলা মডেল স্কুলের কৌস্তভ সেন ৷ Representative Image
advertisement
4/7
 তুলনামূলক ফলের বিচারে রাজ্য বোর্ডের পড়ুয়াদের পাশের হার বেশি হলেও, মেধা তালিকায় প্রথম দশে রয়েছেন শুধু সোনারপুরের সারদা বিদ্যাপীঠের অর্ক দাস। পঞ্চম স্থান দখল করেছে অর্ক। Representative Image
তুলনামূলক ফলের বিচারে রাজ্য বোর্ডের পড়ুয়াদের পাশের হার বেশি হলেও, মেধা তালিকায় প্রথম দশে রয়েছেন শুধু সোনারপুরের সারদা বিদ্যাপীঠের অর্ক দাস। পঞ্চম স্থান দখল করেছে অর্ক। Representative Image
advertisement
5/7
 এবারের উচ্চমাধ্যমিকে নম্বরের রেকর্ড। সর্বোচ্চ নম্বর পাঁচশোয় ৪৯৮। প্রথম দশের মেধা তালিকায় ছিল ১৩৭। তারপর জয়েন্টের এমন ফলে উদ্বিগ্ন খোদ রাজ্য সিলেবাস কমিটির চেয়ারম্যান।
এবারের উচ্চমাধ্যমিকে নম্বরের রেকর্ড। সর্বোচ্চ নম্বর পাঁচশোয় ৪৯৮। প্রথম দশের মেধা তালিকায় ছিল ১৩৭। তারপর জয়েন্টের এমন ফলে উদ্বিগ্ন খোদ রাজ্য সিলেবাস কমিটির চেয়ারম্যান।
advertisement
6/7
শিক্ষাবিদদের একাংশের মতে, পরীক্ষায় ভাষাগত সমস্যার জেরে এমন ফলাফল হতে পারে। রাজ্য বোর্ডের পরীক্ষার্থীদের এমন ফলাফলের কারণ বুঝতে বিস্তারিত বিশ্লেষণের প্রয়োজন বলে দাবি জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহার।
শিক্ষাবিদদের একাংশের মতে, পরীক্ষায় ভাষাগত সমস্যার জেরে এমন ফলাফল হতে পারে। রাজ্য বোর্ডের পরীক্ষার্থীদের এমন ফলাফলের কারণ বুঝতে বিস্তারিত বিশ্লেষণের প্রয়োজন বলে দাবি জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহার।
advertisement
7/7
২৪ জুন থেকে তিন রাউন্ডে হবে কাউন্সেলিং। ২০ জুলাইয়ের মধ্যে কাউন্সেলিং শেষ করতে চায় বোর্ড। আগামী বছর জয়েন্টের সম্ভাব্য দিন ১৯ এপ্রিল।
২৪ জুন থেকে তিন রাউন্ডে হবে কাউন্সেলিং। ২০ জুলাইয়ের মধ্যে কাউন্সেলিং শেষ করতে চায় বোর্ড। আগামী বছর জয়েন্টের সম্ভাব্য দিন ১৯ এপ্রিল।
advertisement
advertisement
advertisement