New Year 2022: ভিড়ে ঠাসা ২৫ ডিসেম্বরের মতো নয়, বর্ষবরণের রাতে অনেকটাই ফাঁকা পার্কস্ট্রিট

Last Updated:
Park Street: দেখা মিলেছে কড়া নিরাপত্তারও। পুলিশে পুলিশে কার্যত ছয়লাপ রয়েছে পার্কস্ট্রিট চত্ত্বর। মাস্ক না পরা থাকলেই দাঁড় করিয়ে মাস্ক পরিয়ে দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে।
1/6
বছর শেষের কয়েকটা দিন মানেই পার্কস্ট্রিট। করোনার ভ্রুকুটি উপেক্ষা করেই এ বছর বড়দিনের রাতে কার্যত ভিড়ে ঠাসা ছিল পার্ক স্ট্রিটের রাস্তা। কিন্তু বর্ষরণের রাতে দেখা গেল কিছুটা অন্যরকম ছবি।
বছর শেষের কয়েকটা দিন মানেই পার্কস্ট্রিট। করোনার ভ্রুকুটি উপেক্ষা করেই এ বছর বড়দিনের রাতে কার্যত ভিড়ে ঠাসা ছিল পার্ক স্ট্রিটের রাস্তা। কিন্তু বর্ষরণের রাতে দেখা গেল কিছুটা অন্যরকম ছবি।
advertisement
2/6
পার্কস্ট্রিটের সেই ভিড়ের ছবি কিছুটা হলেও উধাও ৩১ ডিসেম্বরের রাতে। ২৫ তারিখের মত রাস্তা বন্ধ নেই এই দিন। ফলে, রাস্তার ধার দিয়েই উৎসবে মাতোয়ারা মানুষরা যাতায়াত করছেন।
পার্কস্ট্রিটের সেই ভিড়ের ছবি কিছুটা হলেও উধাও ৩১ ডিসেম্বরের রাতে। ২৫ তারিখের মত রাস্তা বন্ধ নেই এই দিন। ফলে, রাস্তার ধার দিয়েই উৎসবে মাতোয়ারা মানুষরা যাতায়াত করছেন।
advertisement
3/6
 দেখা মিলেছে কড়া নিরাপত্তারও। পুলিশে পুলিশে কার্যত ছয়লাপ রয়েছে পার্কস্ট্রিট চত্ত্বর। মাস্ক না পরা থাকলেই দাঁড় করিয়ে মাস্ক পরিয়ে দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে।
দেখা মিলেছে কড়া নিরাপত্তারও। পুলিশে পুলিশে কার্যত ছয়লাপ রয়েছে পার্কস্ট্রিট চত্ত্বর। মাস্ক না পরা থাকলেই দাঁড় করিয়ে মাস্ক পরিয়ে দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে।
advertisement
4/6
তার মধ্যেই অবশ্য চলছে সেলফি তোলা, ছবি তোলার কাজ। প্রতি বছরের মতো এ বারেও বিভিন্ন জেলা থেকে মানুষ এসেছেন পার্কস্ট্রিটে, বছরের শেষ কয়েকটা দিন আনন্দ করতে।
তার মধ্যেই অবশ্য চলছে সেলফি তোলা, ছবি তোলার কাজ। প্রতি বছরের মতো এ বারেও বিভিন্ন জেলা থেকে মানুষ এসেছেন পার্কস্ট্রিটে, বছরের শেষ কয়েকটা দিন আনন্দ করতে।
advertisement
5/6
পার্কস্ট্রিট সেজেছে আলোর মালায়। রাস্তার দু'ধারে অভিনব আলোকসজ্জা আরও রঙিন করে তুলেছে কলকাতা শহরের এই ঐতিহ্যশালী রাস্তাটিকে। আর তা দেখতেই ভিড় জমিয়েছেন মানুষ।
পার্কস্ট্রিট সেজেছে আলোর মালায়। রাস্তার দু'ধারে অভিনব আলোকসজ্জা আরও রঙিন করে তুলেছে কলকাতা শহরের এই ঐতিহ্যশালী রাস্তাটিকে। আর তা দেখতেই ভিড় জমিয়েছেন মানুষ।
advertisement
6/6
আট থেকে আশি, নানা বয়সের মানুষ এসেছেন পার্কস্ট্রিটে। অনেকেই বলছেন, কোভিডের প্রভাব আরও বেড়ে যাওয়ার আগে বছর শেষের দিনটা চেটেপুটে উপভোগ করে নিতেই আসা পার্কস্ট্রিটে।
আট থেকে আশি, নানা বয়সের মানুষ এসেছেন পার্কস্ট্রিটে। অনেকেই বলছেন, কোভিডের প্রভাব আরও বেড়ে যাওয়ার আগে বছর শেষের দিনটা চেটেপুটে উপভোগ করে নিতেই আসা পার্কস্ট্রিটে।
advertisement
advertisement
advertisement