সাত-পাকে বাঁধা পড়লেন তিস্তা-দীপন, রাজ্যে লিঙ্গান্তরিত জুটির বিয়ে এই প্রথম
Last Updated:
এ এক রূপকথার গল্প। অনেকটা পথ পেরিয়ে এক রাজকুমার আর রাজকন্যের বিয়ে।
advertisement
আগরপাড়ার তিস্তা দাস আর গড়িয়ার দীপন চক্রবর্তী ৷ সোমবার বিয়ের দিনে চারিদিকে আলোর মালা...সানাই আর রজনীগন্ধার গন্ধ... গোধূলির রাঙা আলোয় ওদের চারহাত এক হয়েছে... ৷ কিন্তু এ পর্যন্ত আসতে কম কাঠখড় পোড়াতে হয়নি ওদের... দীপন একসময় ছিলেন দীপান্বিতা। আর তিস্তা ছিলেন সুশান্ত। লিঙ্গ পরিবর্তন করেন দীপান্বিতা আর সুশান্ত। কতোশতো আড়চোখের চাহনি, কত বাধা বিপত্তি..হাত ছাড়ে পরিবারও। তবু প্রেম ওদের আগলে রেখেছিল ৷ Photo: Collected
advertisement
advertisement
তিস্তা আর দীপনের লড়াইয়ে পাশে ছিলেন ওঁদের বন্ধুরাও। লোকে বলে কলকাতা সিটি অফ জয়...ভালোবাসা এ শহরের কানায় কানায়.. প্রেমের সে রামধনু রং ভরেছে তিস্তা আর দীপনের জীবনে...কিন্তু এ’শহরে আরও অনেক তিস্তা দীপন রয়েছেন...যাঁরা এখনও সমাজের চোখে ব্রাত্য... ওদের জন্য ঘটা করে প্রাইড ওয়াক হয়..আইনি স্বীকৃতিও মেলে, কিন্তু সমাজ বদলায় না ৷ তিস্তা আর দীপন দেখিয়ে দিল, প্রেম কোনও বাধা মানে না... সমাজের তোয়াক্কা করে না ৷ Photo: Collected









