সোমবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া থাকবে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, জম্মু-কাশ্মীর, লাদাখ এবং হিমাচল প্রদেশের বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি ও তুষারপাত হতে পারে। পঞ্জাব, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টির সম্ভাবনা।
বৃষ্টির সঙ্গে সঙ্গে তাপমাত্রা নামতে শুরু করেছে রাজ্যের বিভিন্ন জেলায়। কলকাতায় ৪০ ডিগ্রি সেলসিয়াস থেকে নেমে ৩৮ ডিগ্রি সেলসিয়াস এ তাপমাত্রা। এই তাপমাত্রা আগামী সোম মঙ্গলবারের মধ্যে দিনে ৩৫/৩৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। শুকনো গরমের জায়গায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা আগামী ৫ দিনে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।