ফের ঊর্ধ্বমুখী মুরগির মাংসের দাম৷ আজ, মঙ্গলবার সকালে গড়িয়াহাট বাজারে এক কেজি মুরগির মাংস বিক্রি হল আড়াইশো টাকায়৷ কয়েকদিন আগে যা কমে ২২০ টাকা হয়েছিল৷ কলকাতার লাগোয়া বাজারগুলিতেও ধীরে ধীরে বাড়ছে মুরগির মাংস৷ Info- Biswajit Saha
2/ 5
একই অবস্থা ভোজ্য তেলেরও৷ গত কয়েকদিনে সর্ষের তেল বা চালের দাম নতুন করে বাড়েনি৷ কিন্তু নতুন করে ফের বাড়তে শুরু করেছে সয়াবিন তেলের দাম৷
3/ 5
পাশাপাশি এখনও লেবু, লঙ্কার দামও আগুন৷ পাতিলেবু এখনও দশ টাকা পিস হিসেবে বিক্রি হচ্ছে৷ একটু ছোট সাইজের লেবু ১৫ টাকা জোড়া হিসেবে বিক্রি হচ্ছে৷
4/ 5
শুধু মুরগির মাংস নয়, পাল্লা দিয়ে বাড়ছে আলুর দামও৷ যে জ্যোতি আলু ২২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল, সেটাই আজ বিক্রি হয়েছে ২৪ টাকায়৷ চন্দ্রমুখীর দাম তিরিশ টাকা ছুঁই ছুঁই৷
5/ 5
কাঁচা লঙ্কাও এখনও ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে৷ বেগুনও পৌঁছে গিয়েছে ৮০ টাকা কেজিতে৷ পাশাপাশি বাড়ছে বিনস, ক্যাপসিকামের মতো সব্জির দামও৷