উত্তরবঙ্গে ফের প্রবল বর্ষণের আশঙ্কা, দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
রবি ও সোমবার দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা।
advertisement
আবারও হিমালয়ের পাদদেশে আসছে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। এর প্রভাবে প্রবল বর্ষণের সম্ভাবনা উত্তরবঙ্গে। বর্তমানে মৌসুমী অক্ষরেখা আজমের ডালটনগঞ্জ হয়ে শান্তিনিকেতনেরর উপর দিয়ে ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত। আগামী ২৪ ঘণ্টায় এই মৌসুমী অক্ষরেখা আরও উপরে উঠে হিমালয়ের পাদদেশ এলাকায় অবস্থান করবে। একইসঙ্গে দক্ষিণা ও দক্ষিণ-পশ্চিমী বাতাসে ভর করে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে।
advertisement
শনিবার থেকেই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে ৭০ থেকে ২০০ মিলিমিটার বৃষ্টি এবং মালদা ,উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বৃষ্টি বাড়বে রবিবার ও সোমবার।এই দু’দিন উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলা থেকে কোথাও কোথাও ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের আশঙ্কা। ভারী বৃষ্টি হবে মালদহ ও দুই দিনাজপুরে। মঙ্গল ও বুধবারেও কোচবিহার, আলিপুরদুয়ারে প্রবল বর্ষণের সম্ভাবনা ৷ ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে।
advertisement
দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের লাগোয়া জেলাগুলিতে। বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। ভারী বৃষ্টি হতে পারে নদিয়াতেও। রবি ও সোমবার বজ্রবিদ্যুৎ- সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। বীরভূম, মুর্শিদাবাদে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত।
advertisement
advertisement
কলকাতায় এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি ৷ শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৬৭ থেকে ৯০% ৷ সামান্য বৃষ্টি হয়েছে গত ২৪ ঘণ্টায়। মৌসুমী অক্ষরেখা সক্রিয় ।একইসঙ্গে গুজরাট ও রাজস্থানে রয়েছে ঘূর্ণাবর্ত । একটি অফশোর অক্ষরেখা রয়েছে কর্ণাটক থেকে লাক্ষাদ্বীপ পর্যন্ত। এর জেরে প্রচুর জলীয়বাষ্প ঢুকছে আরবসাগর থেকেও।
advertisement