প্রেমই সর্বশ্রেষ্ঠ ! তা যেন আবার প্রমাণ দিলেন তিস্তা ও দীপন ৷ প্রেমের কাছে শরীর, বর্হিজগৎ সবই তুচ্ছ, তাই যেন সবাইকে আবার মন করিয়ে দিলেন এ রাজ্যে এই লিঙ্গান্তরিত জুটি ৷ আর তাই তো প্রেম পেল নতুন জীবন ৷ সোমবার ছাদনাতলায় সাত পাকে বাঁধা পড়বেন এই প্রেমিক জুটি তিস্তা ও দীপন ৷ Photo: Facebook