বৃষ্টির পূর্বাভাসের মধ্যেই মেতে উঠল রেড-রোড, রং-রঙিন-বর্ণাঢ্য অনুষ্ঠানে জমজমাট কার্নিভাল
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
পুজো কমিটিগুলোর পাশাপশি বিপুল জনসমাগম হতে চলেছে আজ। তাই রেড রোড সংলগ্ন অঞ্চলে নিরাপত্তাও যথেষ্ট আঁটোসাঁটো করা হয়েছে। প্রায় দু হাজার পুলিশ কর্মী সমস্ত নিরাপত্তা ব্যবস্থাপনার দায়িত্ব সামলাবেন। গোটা ময়দান অঞ্চলকে মোট ১২টি জোনে ভাগ করা হয়েছে। প্রত্যেকটি জোনের দায়িত্বে থাকবেন একজন করে ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার।
advertisement
কার্নিভালের মঞ্চে উপস্থিত রয়েছেন রাজ্যপাল, মুখ্যমন্ত্রী-সহ বিশিষ্টজনেরা৷ রয়েছেন বিদেশের অতিথি, টলিপাড়ার অতিথিরা৷ মূল মঞ্চের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে আজ, রয়েছে কড়া নিরাপত্তা৷ সেখানে একের পর এক পুজোর মণ্ডপ তাঁদের প্রতিমা নিয়ে হাজির হচ্ছে এ বারে কার্নিভালে৷ বিশ্ববাংলার পুরস্কার প্রাপ্ত সেরার সেরা প্রতিমাগুলি এসেছে এবারের কার্নিভালে৷ সব মিলিয়ে জমকালো পরিস্থিতি রেড রোডে
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
পুজো কমিটিগুলোর পাশাপশি বিপুল জনসমাগম হতে চলেছে আজ। তাই রেড রোড সংলগ্ন অঞ্চলে নিরাপত্তাও যথেষ্ট আঁটোসাঁটো করা হয়েছে। প্রায় দু হাজার পুলিশ কর্মী সমস্ত নিরাপত্তা ব্যবস্থাপনার দায়িত্ব সামলাবেন। গোটা ময়দান অঞ্চলকে মোট ১২টি জোনে ভাগ করা হয়েছে। প্রত্যেকটি জোনের দায়িত্বে থাকবেন একজন করে ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার।