Chhath Puja 2023: ফের রাজ্য সরকারি কর্মচারীদের মুখে হাসি! ছট পুজোয় থাকবে দু'দিন ছুটি

Last Updated:
Chhath Puja 2023: চলতি বছর, ছটপুজোর ছুটির দিন একটু পরিবর্তন হয়েছে। শারদোৎসবের ছুটির রেশ কাটতে না কাটতেই ফের ছুটি। এই বছর ১৯ নভেম্বর ছটপুজো পড়েছে।
1/5
দুর্গাপুজোর আগে থেকে কালীপুজো, দীপাবলি বা দেওয়ালি ও ভ্রাতৃদ্বিতীয়ার ছুটিতো আছেই। সেই সঙ্গে ছটপুজোর(Chhath Puja 2021) ছুটিও (Mamata Banerjee On Govt Holidays) ঘোষণা করেছে রাজ্য সরকার।
দুর্গাপুজোর আগে থেকে কালীপুজো, দীপাবলি বা দেওয়ালি ও ভ্রাতৃদ্বিতীয়ার ছুটিতো আছেই। সেই সঙ্গে ছটপুজোর(Chhath Puja 2021) ছুটিও (Mamata Banerjee On Govt Holidays) ঘোষণা করেছে রাজ্য সরকার।
advertisement
2/5
চলতি বছর, ছটপুজোর ছুটির দিন একটু পরিবর্তন হয়েছে। শারদোৎসবের ছুটির রেশ কাটতে না কাটতেই ফের ছুটি। এই বছর ১৯ নভেম্বর ছটপুজো পড়েছে।
চলতি বছর, ছটপুজোর ছুটির দিন একটু পরিবর্তন হয়েছে। শারদোৎসবের ছুটির রেশ কাটতে না কাটতেই ফের ছুটি। এই বছর ১৯ নভেম্বর ছটপুজো পড়েছে।
advertisement
3/5
১৯ নভেম্বর ছটপুজো রবিবার পড়েছে। তাই রবিবারের বদলে সোমবার অর্থাৎ ২০ নভেম্বর ছুটি দেওয়া হয়েছে। ফলে খুশি সরকারি কর্মচারীরাও।
১৯ নভেম্বর ছটপুজো রবিবার পড়েছে। তাই রবিবারের বদলে সোমবার অর্থাৎ ২০ নভেম্বর ছুটি দেওয়া হয়েছে। ফলে খুশি সরকারি কর্মচারীরাও।
advertisement
4/5
প্রসঙ্গত, আগে ছট পুজোয় শুধু ছুটি (Chhath Puja 2021) পেতেন যাঁরা পুজো করতেন তাঁরাই। এখন রাজ্য সরকারের সমস্ত কর্মীরাই ছটপুজোর (Chhath Puja 2021) ছুটি পান।
প্রসঙ্গত, আগে ছট পুজোয় শুধু ছুটি (Chhath Puja 2021) পেতেন যাঁরা পুজো করতেন তাঁরাই। এখন রাজ্য সরকারের সমস্ত কর্মীরাই ছটপুজোর (Chhath Puja 2021) ছুটি পান।
advertisement
5/5
প্রত‍্যক বছরের মত এই বছরের শুরুতেই রাজ্যের অর্থমন্ত্রক একটি ছুটির তালিকা প্রকাশ করেছিল। সেই তালিকাতেই ২০ নভেম্বর ছুটি দেওয়া হয়েছে।
প্রত‍্যক বছরের মত এই বছরের শুরুতেই রাজ্যের অর্থমন্ত্রক একটি ছুটির তালিকা প্রকাশ করেছিল। সেই তালিকাতেই ২০ নভেম্বর ছুটি দেওয়া হয়েছে।
advertisement
advertisement
advertisement