আগামী মাস থেকে কলকাতায় বদলে যাচ্ছে মেট্রো পরিষেবা

Last Updated:
1/5
১লা জুলাই থেকে বদলে যেতে চলেছে মেট্রো রেলের পরিষেবা।  এবার থেকে রবিবার সকালের প্রথম ট্রেন চলবে সকাল ৯টা থেকে।  আগে এই পরিষেবা পাওয়া যেত সকাল ৯-৫০ থেকে।
১লা জুলাই থেকে বদলে যেতে চলেছে মেট্রো রেলের পরিষেবা। এবার থেকে রবিবার সকালের প্রথম ট্রেন চলবে সকাল ৯টা থেকে। আগে এই পরিষেবা পাওয়া যেত সকাল ৯-৫০ থেকে।
advertisement
2/5
এছাড়া   রবিবার দিন বাড়ানো হচ্ছে মেট্রোরেলের সংখ্যা।  ১লা জুলাই থেকে মেট্রোরেল চলবে ১২৪ টি। আপ ও ডাউনে ৬২ করে।  আগে চলত ১১০ টি মেট্রো রেল। আপ ও ডাউনে ৫৫ করে।
এছাড়া রবিবার দিন বাড়ানো হচ্ছে মেট্রোরেলের সংখ্যা। ১লা জুলাই থেকে মেট্রোরেল চলবে ১২৪ টি। আপ ও ডাউনে ৬২ করে। আগে চলত ১১০ টি মেট্রো রেল। আপ ও ডাউনে ৫৫ করে।
advertisement
3/5
 বাড়ানো হচ্ছে শনিবার মেট্রো রেলের সংখ্যাও।  ১লা জুলাই থেকে মেট্রোরেল চলবে, ২৩৬ টি করে।  আপ ও ডাউনে চলবে ১১৮ টি করে।  আগে চলত ২২৪ টি করে। আপ ও ডাউনে ১১২ টি করে।
বাড়ানো হচ্ছে শনিবার মেট্রো রেলের সংখ্যাও। ১লা জুলাই থেকে মেট্রোরেল চলবে, ২৩৬ টি করে। আপ ও ডাউনে চলবে ১১৮ টি করে। আগে চলত ২২৪ টি করে। আপ ও ডাউনে ১১২ টি করে।
advertisement
4/5
তবে শুধু শনি ও রবিবার নয় ৷ মেট্রো রেলের সংখ্যা বাড়ানো হচ্ছে সোমবার থেকে শুক্রবারও। তবে তা বাড়বে সকাল ৭-৮ মধ্যে।  আগে এই সময়ে মেট্রোরেল ছিল ২টি। এখন হবে ৩টি।
তবে শুধু শনি ও রবিবার নয় ৷ মেট্রো রেলের সংখ্যা বাড়ানো হচ্ছে সোমবার থেকে শুক্রবারও। তবে তা বাড়বে সকাল ৭-৮ মধ্যে। আগে এই সময়ে মেট্রোরেল ছিল ২টি। এখন হবে ৩টি।
advertisement
5/5
সোমবার থেকে শুক্রবার কবি সুভাষ থেকে নোয়াপাড়া মধ্যে শেষ ট্রেনের সময় বদলানো হবে । আগে শেষ ট্রেন কবি সুভাষ ছাড়ত রাত ৮-৫০ মিনিটে। এখন ছাড়বে রাত ৯-২৫ মিনিটে।
সোমবার থেকে শুক্রবার কবি সুভাষ থেকে নোয়াপাড়া মধ্যে শেষ ট্রেনের সময় বদলানো হবে । আগে শেষ ট্রেন কবি সুভাষ ছাড়ত রাত ৮-৫০ মিনিটে। এখন ছাড়বে রাত ৯-২৫ মিনিটে।
advertisement
advertisement
advertisement