অনেকেই আজকাল স্থায়ী চাকরির পরিবর্তে ফ্রিল্যান্সিংয়ের কাজকেই পেশা হিসেবে বেছে নিচ্ছেন। এতে নিজের মতো করে স্বাধীন ভাবে কাজ করা যাবে, সেই সঙ্গে মাথার উপর কোনও বসও থাকবেন না। ফলে বিষয়টা বেশ লোভনীয়। কিন্তু কন্টেন্ট রাইটিংয়ের ক্ষেত্রে টাকা কেমন পাওয়া যায়। বিভিন্ন সংস্থাগুলি ফ্রিল্যান্সার রাইটারদের ভালই টাকা দিয়ে থাকে।
এবার হিসেবটায় আসা যাক। ধরা যাক, কেউ কোনও একটা কোম্পানির ফ্রিল্যান্স কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করে শব্দ প্রতি ১ টাকা করে পাচ্ছেন। তাহলে এক দিনে যদি তিনি ৩০০০ শব্দ লেখেন, তাহলে সহজেই ৩০০০ টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন। ফলে মাসিক আয় হতে পারে প্রায় ৯০ হাজার টাকার কাছাকাছি। এমনকী ১ লক্ষ টাকা পর্যন্ত আয় হয়ে যেতে পারে।
যাঁরা ফ্রিল্যান্স রাইটার হিসেবে কাজ করতে চান, তাঁরা অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হতে পারেন। দেশে এমন অনেক প্ল্যাটফর্ম রয়েছে। এর মধ্যে অন্যতম হল Fiverr এবং Upwork। এই দুই অনলাইন প্ল্যাটফর্ম বেশ জনপ্রিয়তাও লাভ করেছে। তাছাড়াও ফ্রিল্যান্স লেখালিখি করার জন্য বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে।