Jhargram News: লক্ষ্মীর ভাণ্ডার থেকে স্বাস্থ্যসাথী, কীসের কাজ কেমন চলছে! উন্নয়নের হালহকিকত জানতে ঝাড়গ্রামে হাইভোল্টেজ মিটিং
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Jhargram News: উন্নয়নের হালহকিকত জানতে এদিন জেলাশাসক সমস্ত দফতর, গ্রাম পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত কর্মীদের নিয়ে একটি রিভিউ মিটিং করেন।
ঝাড়গ্রাম, রাজু সিংঃ বছরের শুরুতেই হাইভোল্টেজ মিটিং। উন্নয়নের হালহকিকতের বিষয়ে সরেজমিনে খোঁজখবর নিতে ঝাড়গ্রামে ব্লক স্তরীয় রিভিউ মিটিং হয়ে গেল। ব্লকের সভা ঘরে এদিন বিকেল তিনটে থেকে এই পর্যালোচনা করা হয়।
উন্নয়নের হালহকিকত জানতে এদিন ঝাড়গ্রামের জেলাশাসক সমস্ত দফতর, গ্রাম পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত কর্মীদের নিয়ে একটি রিভিউ মিটিং করেন। সেখানে আমাদের পাড়া আমাদের সমাধানের কাজকর্ম, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের যাবতীয় কাজকর্ম থেকে শুরু করে শিক্ষা দফতর, কন্যাশ্রী, রূপশ্রী সহ সমস্ত দফতরের কাজকর্মের পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখা হয়।
আরও পড়ুনঃ হাত দিলেই উঠে আসছে সিমেন্টের প্রলেপ! মুর্শিদাবাদে নতুন ঢালাই রাস্তা নিয়ে বিতর্ক, বিস্ফোরক অভিযোগ এলাকাবাসীর
এখানেই শেষ নয়! রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কাজ খতিয়ে দেখার পাশাপাশি গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক সেক্রেটারিদের পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়, কাজে কোনও প্রকার গাফিলতি করা যাবে না। একইসঙ্গে যাবতীয় কাজ অতি দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করতে হবে।
advertisement
advertisement
এদিন বিধিনি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রবীর চক্রবর্তী ঝাড়গ্রামের জেলাশাসকের কাছে চিল্কিগড় হাসপাতালের বেড ৩০টি থেকে বাড়িয়ে ১০০টি করার দাবি জানিয়েছেন। সেই সঙ্গেই মৃতদেহ সৎকারের জন্য ইলেকট্রিক চুল্লিরও দাবি করেন। জেলাশাসক বিষয়টি জেলা স্বাস্থ্য আধিকারিককে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Jhargram,Paschim Medinipur,West Bengal
First Published :
Jan 09, 2026 7:30 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: লক্ষ্মীর ভাণ্ডার থেকে স্বাস্থ্যসাথী, কীসের কাজ কেমন চলছে! উন্নয়নের হালহকিকত জানতে ঝাড়গ্রামে হাইভোল্টেজ মিটিং








